শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


অভিনেত্রী সোনালি চক্রবর্তী চলে গেলেন না ফেরার দেশে। সোমবার ভোর রাতে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা ছিল তাঁর। এই সমস্যায় ভুগছিলেনও অভিনেত্রী। এমনটাই জানিয়েছেন তাঁর স্বামী তথা টলিউডের প্রখ্যাত অভিনেতা শংকর চক্রবর্তী। শঙ্কর ফেসবুকে খবরটি জানিয়ে একটি স্ত্রীর ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেছেন, ‘‘ভরা থাক স্মৃতিসুধায়।’’
এদিকে, খড়ি ওরফে শোলাঙ্কি রায় অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন। তাঁর কথায়, ‘‘খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি জানতাম সোনালিদি অসুস্থ ছিলেন। তবে আমার বিশ্বাস ছিল, দিদি ঠিক সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ভাগ্যের লিখন তো আমরা বদলাতে পারব না।’’ তিনি বলেন, ‘জেঠিমার চরিত্রে অভিনয় করা দিদির সঙ্গে আমার বেশি দৃশ্য থাকত না। তবে তাঁর উপস্থিতি মেক আপ রুমের অবহ একদম বদলে দিত। মজাও যেমন ক্রতেন, তেমনি প্রয়োজনে সাহায্যও করতেন’
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

শঙ্কর-পত্নী সোনালী চক্রবর্তীর মৃতদেহ তাঁর বাস ভবনে নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কেওড়াতলা মহাশ্মশানে সোনালীর শেষকৃত্য হবে। অভিনেত্রী সোনালি
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। একই সমস্যায় এর আগেও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে না আসায় তাঁকে এক সময় ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছিল। যদিও পর অনেকটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে কাজ শুরু করেছিলেন। অভিনেত্রীকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যাচ্ছে৷ এর মধ্যেই হঠাৎ ছন্দপতন।
টেলিভিশন জগতে সোনালি চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।…সোনালি চক্রবর্তীর অভিনীত দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি উল্লেখযোগ্য। তবে চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া একাধিক জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।…তাঁর মৃত্যু অভিনয় জগতের এক বড় ক্ষতি। সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী-সহ পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Skip to content