শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সোনালির সঙ্গে শঙ্কর চক্রবর্তী।

অভিনেত্রী সোনালি চক্রবর্তী গুরুতর অসুস্থ। তাঁকে গতকাল শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন৷ তাঁকে এক সময় ভেন্টিলেটরেও রাখা হয়েছিল। এর পর তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। শুরু করেছিলেন কাজও। সোনালি ‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে অভিনয় করছেন৷
এর পরই হঠাৎ করে ছন্দপতন। সোনালির স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তীর কথায়, ‘সোনালি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎ করে তাঁর পেটে ফ্লুইড জমে। তাই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাঁর শরীর আগের থেকে ভালো৷’
ফের কাজে ফিরতে পারবেন সোনালি? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কাজে ফেরার জন্য পর্যাপ্ত বিশ্রমের প্রয়োজন। বিশ্রামের পর শরীর ঠিক হলে তিনি ফের কাজ শুরু করতে পারবেন৷ সোনালির মেয়েও মুম্বই থেকে কলকাতায় এসে আছেন৷ তিনি সহকারী পরিচালক হিসাবে মুম্বইয়ে কাজ করেন।

Skip to content