রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

দক্ষিণের অন্যতম জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। নায়িকাকে নাকি এ বার রাজনীতির ময়দানে দেখা যাবে! তেমনই গুঞ্জন। ‘দ্য ফামিলি ম্যান’ ও ‘পুষ্পা’ ছবির ‘উ অন্তাভা’-র পর সামান্থা এখন সর্বভারতীয় পরিচিতি মুখ। তবে ‘পুষ্পা’ ছবির পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বেশ ওঠাপড়া যাচ্ছে। নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে। তিনি এখন মায়োসাইটিস বা পেশিপ্রদাহ রোগ নিয়ে ভুগছেন।
অসুস্থতার জেরে এখন সামান্থা সাময়িক ভাবে কাজ থেকে দূরে বিরতি নিয়েছেন। যদিও এর ছাপ তাঁর সমাজমাধ্যমের পাতা দেখা যাচ্ছে না। কারণ, লুক বদলে সামান্থা কখনও সমুদ্রে তো আবার কখনও বাঁ পাহাড়ে ঘুরছেন বেড়াচ্ছেন। তবে এ বার অভিনেত্রীকে নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে। কারণ, নায়িকা নাকি এ বার রাজনীতিতে যোগ দিতে চলেছেন!
সামান্থার অভিনয় জীবনে শুরু ২০০৩ সালে। বিনোদন দুনিয়ায় তিনি লম্বা সময় কাটিয়েছেন। শোনা যাচ্ছে তিনি নাকি এ বার রাজনীতিতে যোগ দিচ্ছেন। অভিনেত্রীকে সব সময়ই তেলেঙ্গনার কৃষকদের সমর্থনে দাঁড়াতে দেখা গিয়েছে। খবর, ভারতীয় রাষ্ট্র সমিতির হয়ে ভোট প্রচার করবেন সামান্থা। তবে সামান্থা অবশ্য এ নিয়ে এখন মুখ খোলেননি।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩: সুন্দরবনের গ্রামরক্ষক দেবতা আটেশ্বর

পরিযায়ী মন: নীলনদের দেশে পিরামিড মানে অপার বিস্ময়

অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও সামান্থা ফিটনেস নিয়ে সব সময় সচেতন। প্রায়শই তিনি শরীর চর্চার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন। সম্প্রতি ভোল বদলে গুঞ্জন শুরু হয়েছে। কারও কারও প্রশ্ন, শারীরিক অসুস্থতার জন্যই নায়িকা লুক বদল করেছেন? কারণ, সামান্থাকে দেখে বোঝা মুশকিল যে, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৪৭: সে কোন প্রভাতে হইল মোর সাধের ‘নবজন্ম’

ল্যাপটপ-ডেস্কটপ খুব স্লো হয়ে যাচ্ছে? মাঝে মাঝেই রিসেট করতে হয়? এই পাঁচ উপায়ে চলবে ঠিকঠাক

একাধিক ছবির জন্য নেওয়া অগ্রিম টাকাও নাকি সামান্থা ফেরত দিয়ে দিয়েছেন। এখন সামান্থা ছবিপিছু সাড়ে তিন থেকে চার কোটি টাকা পারিশ্রমিক নেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যে তিনটি ছবির কাজ ছেড়েছেন তিনি। সম্প্রতি তাঁর অভিনীত ‘কুশি’ ছবি মুক্তি পেয়েছে। ছবিতে তিনি বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে জুটি বেঁধেছিলেন। ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছে। তবে ছবিতে বেশি সময় দিতে না পারার জন্য তিনি ছবিতে নিজের পারিশ্রমিকের এক কোটি টাকা সামান্থা ফিরিয়ে দিয়েছেন।

Skip to content