শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নিক জোনাস, প্রিয়ঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া।

আগামী ২৪ সেপ্টেম্বর পরিণীতি চোপড়া-রাঘব চড্ডার বিয়ে। রাজস্থানের উদয়পুরের রাজকীয় হোটেলে বসছে সেই বিয়ের আসর। প্রস্তুতিপর্ব নাকি তুঙ্গে। উদয়পুরে গাঁটছড়া বাঁধার আগে হবু দম্পতির বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে দিল্লিতেই। তাঁদের বিয়েতে দেশ-বিদেশ থেকে অতিথিরা আসবেন। তবে শ্যালিকার সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো হলেও আসতে পারবে না পরিণীতির মিমিদিদির অর্থাৎ প্রিয়াঙ্কার স্বামী জামাইবাবু নিক জোনাস। এর নেপথ্যে কি ভাই জো জোনাসের বিবাহবিচ্ছেদ?
পরিণীতি চোপড়া-রাঘব চড্ডা গত ১৩ মে দিল্লির কপুরথলা হাউসে বাগ্‌দান পর্ব সারেন। সেই অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া হাজির থাকলেও ছিলেন না নিক। সে বার প্রিয়ঙ্কা এক দিনের জন্য এসেছিলেন। এ বার অবশ্য কন্যা মালতীও প্রিয়ঙ্কার সঙ্গে থাকবে। তবে সঙ্গে থাকছেন না বাবা নিক জোনাস। আসলে নিক এখন দুই ভাই জো এবং কেভিনের সঙ্গে মিউজিক্যাল ট্যুরে বেরিয়েছেন। পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’-এর দিনই ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে তাঁদের অনুষ্ঠান রয়েছে। মাঝে এক দিনের বিরতির পরে আবার ২৫ তারিখে পিটসবার্গে নিকের শো রয়েছে। এ কারণেই হয়তো ভারত আসা সম্ভব হবে না প্রিয়ঙ্কার স্বামীর।
আরও পড়ুন:

অ্যাটলিকে কেউই ৩০ কোটি দিতে চাইছিলেন না, শাহরুখ এক কথায় জওয়ান-এর জন্য কত কোটির প্রস্তাব দেন?

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? কোন কোন যোগাসন হতে পারে সেরা অস্ত্র

এদিকে মুম্বই থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন পরিণীতি চোপড়া। অভিনেত্রীকে দিল্লি বিমানবন্দরে রাঘবের সঙ্গে দেখা গিয়েছিল। নীল শার্ট পরে চিত্রগ্রাহীদের ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন যুগল। পরিণীতির মাথায় ছিল টুপি। তাতে রাঘবের নামের আদ্যক্ষর ‘আর’ লেখা ছিল। পরিণীতি চোপড়া-রাঘব চড্ডা দু’জনকেই বেশ হাসিখুশি মেজাজেই দেখা গিয়েছিল।

Skip to content