ইজরায়েলে আটকে নুসরত ভারুচা। ছবি: সংগৃহীত।
ইজরায়েলে হামলা চালিয়েছে হামাস। ইজরায়েলে এখন যুদ্ধ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ওই দেশে আটকা পড়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা। ইজরায়েলে হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে অভিনেত্রী গিয়েছিলেন। তার মাঝেই সন্ত্রাসবাদী হামলা চালায় হামাস। এই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর পরিবার বা টিম কেউই অভিনেত্রীর খোঁজ পাচ্ছিলেন না। পরে জানা যায়, অভিনেত্রী একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছেন। তিনি সুরক্ষিতই রয়েছেন। তবে ইতিমধ্যেই ভারত সরকার নুসরত ভারুচাকে দেশে ফেরানোর ব্যবস্থা করছে।
নুসরতের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা নুসরতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় ওঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে। তিনি সুস্থ আছেন। নিরাপদের আছেন। ভারতে ফিরছেন।’’ এ প্রসঙ্গে ইজরায়েল সরকার জানিয়েছিল, অভিনেত্রী নুসরত ভারুচা বিমানবন্দরে পৌঁছেছেন। কিন্তু বিমানবন্দরে বিশৃঙ্খলার জেরে তিনি বিমানে উঠতে পারেননি। এখন ইজরায়েলে ভারতে ফেরার বিমানের অপেক্ষা করছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৩২: শুধু কি গানে, আবহসঙ্গীতেও তাঁর কাজ অসামান্য
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৭: ফুটবলের শিল্পী: বিশ্বের দশজনের একজন
ইজরায়েল সরকার শনিবার দুপুরে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করে। এর পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের ঠিকানায় বিমান হামলা শুরু করে ইজরায়েল। হামাসও এর ‘জবাব’ দিচ্ছে। শনিবার গাজার সীমানা পেরিয়ে বহু প্যালেস্তেনীয় যোদ্ধা ইজরায়েলের ভূখণ্ডে ধুকে পড়েছে। হামাসের হামলায় ২২ জন সাধারণ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। অহত হয়েছেন অন্তত ৫৫০ জন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা করেছেন।