শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কিয়ারা ও কার্তিক।

বিয়ে হয়েছে মেরেকেটে মাস চারেক আগে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর অভিনেত্রী কিয়ারা আডবাণী গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে। ফেব্রুয়ারি মাসে চারহাত এক হয়েছে। রাজস্থানের জয়সলমেরে বসেছিল সেই বিয়ের আসর। নবদম্পতি সেই বিয়ের ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন। ছবিতে তাঁদের দেখা গিয়েছিল, সিড ও কিয়ারা হাসি মুখে একে অপরের হাত ধরে আছেন।
এ বার অবিকল সে-রকমই একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কিয়ারার পাশে রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। সেই একই রকম হাসি কিয়ারার মুখে। শুধু সিদ্ধার্থের পরিবর্তে পাত্রের জায়গায় কার্তিক বসে রয়েছেন। এই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন:

চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব ভালোবাসেন? এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে কী কী ঝুঁকি বাড়ায় জানেন?

বজরংবলির পাশের আসনে বসে ‘আদিপুরুষ’ দেখার উন্মাদনা, টিকিটের দাম বাড়ছে? কী জানালেন নির্মাতারা?

‘সত্যপ্রেম কি কথা’ নামে একটি ছবিতে কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ ঘরণী কিয়ারা। সম্প্রতি সেই ছবির প্রচার ঝলক মুক্তি পেয়েছে। সমাজমাধ্যমে জোরদার চর্চা শুরু হয়েছে ছবির গান নিয়েও। ‘সত্যপ্রেম কি কথা’ ছবি আসলে এক দম্পতির সম্পর্কের গল্প বলবে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩৪: মানিকদা আমি ‘এজে’ আপনার থেকে বড়, কিন্তু আপনি ‘ইমেজে’ আমার থেকে অনেক বড়: জহর

বিধানে বেদ-আয়ুর্বেদ: হার্টের অসুস্থতায় বুকের ব্যথায় ভুগছেন? আয়ুর্বেদ মতে কীভাবে মোকাবিলা করবেন? রইল সমাধান

এই ছবির প্রচারের ক্ষেত্রেও অন্য রকমের প্রচার কৌশল নিয়েছেন নির্মাতারা। কার্তিকের সঙ্গে কিয়ারার বিয়ের এই ছবি আসলে সেই কৌশলেরই অঙ্গ। কিন্তু কিয়ারা কি ছবির প্রচারের জন্য ব্যক্তিগত মুহূর্তকে ব্যবহার করেছেন? ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরাও অবাক। কিয়ারার এই সিদ্ধান্তে যে অনুরাগীরা খুশি নন, তার প্রমাণ মিলেছে সমাজমাধ্যমেও। অবশ্য কার্তিকের সঙ্গে ওই ছবির পোস্ট করার অল্প ক্ষণের মধ্যেই অভিনেত্রী তা মুছেও দেন। তাহলে কি সমালোচনার ভয়েই কিয়ারা ছবিটি মুছে দিয়েছেন? প্রশ্ন অনুরাগীদের।

Skip to content