রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


শাহরুখ ও কাজল। ছবি: সংগৃহীত।

বলিউডে তাঁর বয়স হল প্রায় ৩০ বছর। কাজল তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। যদিও অভিনেত্রীর ঝুলিতে ফ্লপ ছবির সংখ্যাও নেহাত কম নয়। বলিউডে অজয় ঘরণী কাজলের প্রিয় বন্ধু শাহরুখ খান। শুধু পর্দার জনপ্রিয় রোম্যান্টিক জুটি নয়, বাস্তব জীবনেও তাঁরা একে অপরের ভালো বন্ধু। তাঁদের সম্পর্ক যে অটুট, দুই তারকা একাধিক এ কথা বার স্বীকার করেছেন। তা সত্ত্বেও কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন।
হালেই শাহরুখ খানের ‘পাঠান’ ছবি মুক্তি পেয়েছে। এর আগে ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পরেই শুরু হয় করোনা অতিমারির থাবা। প্রায় চার বছর পরে শাহরুখকে বড় পর্দায় দেখা যায়। সেই অর্থে লম্বা সময়ের পরে ‘পাঠান’-এর মাধ্যমে বাদশার বড় পর্দায় প্রত্যাবর্তন।
আরও পড়ুন:

সেটে সবার সামনে গায়ের রং নিয়ে কটাক্ষ, অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ দক্ষিণী অভিনেত্রী শান্তি প্রিয়ার

তিরিশেই রং হারাচ্ছে চুল? এত কম বয়সে চুল পেকে যাওয়ার কারণ কী?

খবর, দেশ ও বিদেশ মিলিয়ে ‘পাঠান’ বক্স অফিসে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে। সাম্প্রতিক অতীতে ব্যবসার নিরিখে হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে এই ছবি। ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন কাজল। ‘পাঠান’ কি সত্যিই দেশ ও বিদেশ মিলিয়ে ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে? শাহরুখকে এই প্রশ্নই করতে চান কাজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয় বন্ধু শাহরুখকে তিনি কী প্রশ্ন করতে চান। জবাবে কাজল বলেন, ‘‘আমি শাহরুখের কাছে জানতে চাইব ‘পাঠান’ ঠিক কত টাকার ব্যবসা করেছিল?’’ কাজলের এমন মন্তব্য শুরু হয়েছে জোরদার জল্পনা। তাহলে কি সত্যিই বাড়িয়ে দেখানো হয়েছে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক। এ নিয়ে উঠছে প্রশ্নও।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫: সুন্দরবন নামরহস্য

বিচিত্রের বৈচিত্র: মুঠোফোনে মুঠোবন্দি

সম্প্রতি কাজল ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন। তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’ মুক্তি পেয়েছে গত ১৪ জুলাই। ‘দ্য ট্রায়াল’ সিরিজে কাজল নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। কাজলের স্বামীর ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত।

Skip to content