রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। তিনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বাবা অনির্বাণ বিশ্বাস নেট মাধ্যমে এই সুখবর শেয়ার করেছেন। নিউটাউনের এক হাসপাতালের প্রসূতি বিভাগের কেবিন থেকে অভিনেত্রীর সঙ্গে তাঁর একটি ছবিও শেয়ার করেছেন অনির্বাণ।
অনির্বাণ নেট মাধ্যমে লিখেছেন, ‘হ্যালো পৃথিবী! আমাদের একগুচ্ছ ভালোবাসার প্রকাশ, মেয়ে হয়েছে।’ নেট মাধ্যমে খবর দ্রুত ছড়িয়ে পড়তেই অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। অভিনেত্রী বাসবদত্তা সব সময়ই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে ভালবাসেন। মে মাসে তিনি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, বাসবদত্তার সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয় অনির্বাণের। এক বন্ধুর মাধ্যমে পরিচয়, তারপর ক্রমে প্রেমের সূত্রপাত। দাম্পত্যের চার বছর পরে তাঁদের কোল আলো করে এল কন্যাসন্তান। অভিনেত্রী গত ডিসেম্বরে ‘নেতাজি’ ধারাবাহিকের শেষ শ্যুট করেছিলেন। এর পর ফেব্রুয়ারি মাসে বাসবদত্তা পরিচালক অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’র ডাবিং করেছেন। যদিও ডিসেম্বরের পর তিনি আর কাজে যোগ দেননি।

Skip to content