শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অনুষ্কা শর্মার। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার সন্তানসম্ভবা। মাসখানেক ধরে এ নিয়ে বলিপাড়ায় চর্চা চলছে। গত মাসে অনুষ্কাকে একটি মেটারনিটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল। বিরাট ঘরণীর পোশাক দেখে আলোকচিত্রীদের ধারণা হয়েছিল তিনি সন্তানসম্ভবা। তবে অনুষ্কার অনুরোধে তাঁরা অভিনেত্রীর সেই ছবি প্রকাশ করেননি। তাঁদের অনুষ্কা আশ্বাস দিয়েছিলেন, খুব শীঘ্রই তাঁরা এই সংবাদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন। তার পর থেকে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এত দিনে সমাজমাধ্যমের পাতায় নিজের স্ফীতোদরের ছবি দিলেন অনুষ্কা।
অনুষ্কা বৃহস্পতিবার সমাজমাধ্যমে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেই স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর স্ফীতোদর। যদিও সেখানে কন্যা ভামিকার জন্মের আগের স্ফীতোদরের ছবি শেয়ার করেছেন অনুষ্কা। অভিনেত্রী একটি মোবাইল সংস্থার পক্ষ থেকে ক্যাম্পেন করেছেন। ছবির মাধ্যমে স্মৃতিকে ধরে রাখতে চান, এ ভাবে পোস্ট করেছেন অনুষ্কার। তবে অনুরাগীদের ধারণা, এ পোস্টের মাধ্যমেই অভিনেত্রী দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করতে চলেছেন।
আরও পড়ুন:

আলিয়ার চিৎকার-চেঁচামেচিতে চটে যান, তাঁকে পরতে দেন না লিপস্টিকও না, যদিও নিন্দায় নির্বিকার রণবীর!

ঋতুস্রাবের যন্ত্রণায় কাবু? ওষুধ না খেয়েই এক টোটকায় কমবে ব্যথা

২০১৭ সালে ইতালির টাস্কানিতে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অনুষ্কা। বিয়ের বছর চারেক পরে প্রথম বার সন্তানসম্ভবা হন বিরাট ঘরণী অনুষ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরুষ্কার কন্যা ভামিকার। এখন ভামিকার বয়স প্রায় আড়াই বছর। সেপ্টেম্বরের শেষ নাগাদ শোনা যায়, অনুষ্কা ফের মা হতে চলেছেন। শীঘ্রই নাকি ভামিকার খেলার সঙ্গী আসতে চলেছে। যদিও এখনও বিরাট-অনুষ্কা কাউই আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

Skip to content