শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাট ও ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।

ঋষি পুত্র ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই বলিউডের অনেক সুন্দরীর ঘুম কেড়ে নিয়েছেন। অন্যদিকে, স্ত্রী আলিয়া তো সেই কিশোরী বয়সেই তাঁর প্রেমে পড়েন। যদিও তা জানতে না রণবীর কাপুর। এর মাঝে অবশ্য ঋষি পুত্র একাধিক সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রী সোনম কাপুর, ইমরান খানের প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিক, পোশাক শিল্পী নন্দিতা মাহথানি, অভিনেত্রী নার্গিস ফকরি— একাধিক সুন্দরীর সঙ্গে রণবীর সম্পর্কে জড়িয়েছেন।
তবে সবচেয়ে চর্চায় ছিল দীপিকা পাড়ুকোন। তার পরে ক্যাটরিনা কইফের সঙ্গে অভিনেতার সম্পর্ক। যদিও তিনি শেষমেশ আলিয়াতে সম্পর্কের দাঁড়ি টেনেছেন। আলিয়া নাকি রণবীরের যোগ্য স্ত্রী। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। রণবীর ঘরণী অবশ্য স্বামীর প্রাক্তন প্রেমিকাদের মধ্যে কেবল দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন।
আরও পড়ুন:

প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন রশ্মিকা! তাই কি সম্পর্ক নিয়ে দোটানায় রয়েছেন বিজয়?

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৮: সিদ্ধনাথ শিব টেরাকোটা মন্দিরে ছড়িয়ে আছে অনেক চমকপ্রদ অজানা কাহিনি

রণবীরের বাকি প্রাক্তনদের সঙ্গে আলিয়ার সম্পর্ক কেমন?
রণবীরের সঙ্গে দীপিকা পাড়ুকোন সম্পর্ক শেষ হয় বেশ তিক্ততার মধ্য দিয়ে। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ক্ষোভ, যন্ত্রণা দীপিকা দীর্ঘ দিন পর্যন্ত বয়ে বেড়িয়েছিলেন। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলতে গিয়ে একাধিক সাক্ষাৎকারে নায়িকা কেঁদে ফেলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, রণবীর এক বার তাঁর সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছিলেন। সে বার তিনি তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু তার পরে আবারও রণবীর তাঁর সঙ্গে প্রতারণা করেন। সে বার ধৈর্যের বাঁধ ভেগে যায়। এর পরে রণবীর ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান। আবার একই ঘটনার পুনরাবত্তি হয়। যদিও অভিনেত্রী কখনও প্রকাশ্যে সেই নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৩০: আ দেখে জারা কিসমে কিতনা হ্যায় দম… এই গানে পঞ্চমের বাজি ছিলেন কিশোর ও আশা

নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস

তবে রণবীরের সঙ্গে দীপিকা বা ক্যাটরিনা সমীকরণ হোক না কেন, স্ত্রী আলিয়ার সঙ্গে কিন্তু এই দুই প্রাক্তনের বন্ধুত্ব সম্পর্ক নজর কাড়ার মতো। আলিয়া দীপিকা বা ক্যাটরিনা দু’জনকেই খুব ভালোবাসেন। কিন্তু স্বামীর বাকি প্রাক্তনদের সঙ্গে ততটা সম্পর্ক নয় কেন? এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান, ‘‘আমি আসলে আর কোনও প্রাক্তনকে চিনি না। তাই যোগযোগ রাখারও কোনও প্রশ্নই ওঠে না।’’ আলিয়ার এমন উত্তর কিন্তু নেটিজেনদের খুব পছন্দ হয়েছে।

Skip to content