বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫


(বাঁ দিকে) আলিয়া ভট্ট। ‘অ্যানিমাল’ ছবিতে রণবীর -রশ্মিকার সেই চুম্বন দৃশ্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সদ্য দু’বছর হয়েছে। আলিয়ার সঙ্গে সংসার পেতে থিতু হয়েছেন রণবীর। যদিও অভিনেতা তাঁর স্ত্রীর উপর খবরদারি করে থাকেন বলে গুঞ্জন শোনা যায়। এমন খবর সংবাদমাধ্যমেও খবর ফাঁস হয়েছে। আলিয়ার লিপস্টিক পরা নাকি পছন্দ করেন না তিনি। রণবীরের সম্পর্কে এমন নানা দুর্নাম শোনা যায়।
সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনার ঠোঁটে ঠোঁট রাখেন অভিনেতা রণবীর। বুধবার মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’ ছবির ‘ম্যায় হু’ গানটি। প্রথম গানেই রশ্মিকা-রণবীর নজর কেড়েছেন। তাঁরা একাধিক বার অপরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ান। রণবীরকে অন্য রশ্মিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে আলিয়ার কী প্রতিক্রিয়া?
আরও পড়ুন:

শুটিং ফ্লোরে ঐশ্বর্যাকে পাহারা দিতে ৫০ জন দেহরক্ষী মোতায়েন করা হয়েছিল! কেন?

আক্কেল দাঁতের সমস্যা? ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? কী করবেন? দেখুন ভিডিয়ো

আলিয়া বেশ খোলামেলা স্বভাবের। মন খুলে কথাবার্তার বলতে ভালোবাসেন। ‘অ্যানিমাল’ ছবির প্রথম গান দেখে উচ্ছ্বসিত আলিয়া। নায়িকা তাঁর সমাজমাধ্যমের পাতায় ‘ম্যায় হু’ গানটি শেয়ার করেছেন। লেখেন, ‘‘লুপে গানাটা শুনলাম।’’ সঙ্গে হৃদয়ের ইমোজিও দিয়েছেন।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১০: জটিলেশ্বর শিবমন্দিরের স্থাপত্যশৈলী আমাদের আকৃষ্ট করবে/২

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৯: আহা, মরি—কেটেলবেরি

মাঝআকাশে বিমানের মধ্যে চুম্বনে মগ্ন রণবীর-রশ্মিকা। গান প্রকাশিত হওয়ার পরেই ট্রেন্ডিং ইউটিউবে। যদিও বিবাহিত রণবীরের ঠোঁটে ঠোঁট রাখা নাকি রশ্মিকার অনুরাগীরা পছন্দ করেননি! কেউ কেউ তো ছবি বয়কটেরও ডাক দিয়েছেন। তবে সন্দীপ রেড্ডি বঙ্গা ‘কবীর সিংহ’ এর পর আরও যে একটা সুন্দর প্রেমের গল্প আসছেন তার প্রথম গানেই তাঁর ইঙ্গিত মিলেছে।

Skip to content