রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ঐন্দ্রিলা শর্মা।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা একই রকম। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। রয়েছে জ্বরও। এর মধ্যে সোমবার সন্ধ্যা ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরীর পোস্ট দেখে উদ্বেগ বাড়ছে অভিনেত্রীর সতীর্থ থেকে কাছের মানুষদের। সব্যসাচী তাঁর পোস্টে লেখেছেন, ‘‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’
এদিকে চিকিৎসকদের কথায়, অভিনেত্রীর সংক্রমণ পুরোপুরি কমছে না। এটাই এখন দুশ্চিন্তার অন্যতম কারণ। এখনও তাঁর জ্বর আসার অর্থ হল সংক্রমণ রয়েছে। আগের ওষুধপত্র বাতিল করে নতুন কোর্স চালু করে অভিনেত্রীকে পর্যবেক্ষণ রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আরও পড়ুন:

বাইরে দূরে: বিদেশ— রোমের রোমাঞ্চকর স্মৃতি

ছোটদের যত্নে: সন্তান কম মনোযোগী কিন্তু অতি সক্রিয়? সহজ উপায়ে বাড়িতেই এর চিকিৎসা সম্ভব

এও জানা গিয়েছে, ঐন্দ্রিলার সংক্রমণের মাত্রা দেখার জন্য সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। দরকার হলে মেডিক্যাল টিম ওই সব রিপোর্ট নিয়ে পর্যালোচনা করবে বলে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও জ্ঞান ফেরেনি। ঐন্দ্রিলাকে ‘সি প্যাপ’ সাপোর্টে রাখা হয়েছে। অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জ্বর আসছে। শনিবার ১০০ ছুঁয়েছে জ্বর ছিল বলে জানা গিয়েছে। তবে অভিনেত্রীর বয়স কম হওয়ায় আশা ভালো কিছুর আশা করছেন চিকিৎসক থেকে প্রিয়জনেরা।

Skip to content