বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


অত্যন্ত সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা। জানা গিয়েছে, এক দু’বার নয়, রাতে অন্তত ১০ বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। স্বাভাবিক ভাবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঐন্দ্রিলা পর পর অনেকবারই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। সিপিআর দেওয়া হয়েছে অভিনেত্রীকে। এখনও তিনি ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন। সব রকম চেষ্টার পরেও ক্রমশ তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সারা ক্ষণই চিকিৎসকরা অভিনেত্রীর সঙ্গেই রয়েছেন বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার মস্তিষ্কে জমাট বেঁধে গিয়েছে রক্ত। গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে, অন্তত ১৪। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নায়িকার শরীরে এই মাত্রা ৩!
আরও পড়ুন:

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৩: সমুদ্রশোষণ তো হল, এবার পূরণ করবে কে?

ধারাবাহিক উপন্যাস, পর্ব-৪৪: বসুন্ধরা এবং…

এদিকে, গত বৃহস্পতিবার রাতে জানা গিয়েছিল, নায়িকার রক্তচাপ ওঠানামা করছিল। কড়া ডোজের ওষুধ চলছে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য। চিকিৎসকরা জানিয়েছিলেন, চোখ খুলছেন না ঐন্দ্রিলা। প্রতিক্রিয়াহীন মুখ। শরীর অসাড়। কোমার শেষ পর্যায়ে রয়েছেন তিনি। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। একাধিক বার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। তাঁর ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে। যদিও ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছিল হাসপাতাল। ঐন্দ্রিলা মা শিখা জানান, “হাসপাতালেই আছি, কারও ফোন ধরছি না। এখন কিছু বলার অবস্থায় আমি নেই। আমার মেয়ে সত্যিই ভালো নেই।”
আরও পড়ুন:

বাইরে দূরে: উৎসব-মুখর মথুরা: জন্মাষ্টমী উপলক্ষে ব্রজভূমি দর্শন /২

খাই খাই: রোজ রোজ এক রকম খাবারে অরুচি? খুদের জন্য রইল ভিন্ন স্বাদের এই রেসিপি

কিন্তু শনিবার মাঝ রাতে হঠাৎ দেখা যায়, অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরী ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলেছেন। কেন তিনি মুছে দিয়েছেন, সে বিষয়ে জানা যায়নি। তবে তিনি পোস্ট মুছে ফেলায় অভিনেত্রীর অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। গত ১৯ দিন ধরে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঐন্দ্রিলা।

Skip to content