রবিবার ১০ নভেম্বর, ২০২৪


সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মা।

অবশেষে ভেন্টিলেশন থেকে বেরলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। টানা ৬ দিন পর সোমবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানান, মেয়ের সঙ্গী সব্যসাচী চৌধুরীর উপস্থিতিতে ঐন্দ্রিলা ‘খুব ভাল সাড়া’ দিচ্ছে। সব্যসাচীর উপস্থিতিতে অভিনেত্রীর হৃদ্স্পন্দনের হার তুলনামূলক ভাবে হেরফের হয়েছে। এদিকে, সব্যসাচী জানিয়েছেন, ঐন্দ্রিলার কৃত্রিম শ্বাসযন্ত্রের প্রয়োজন ফুরিয়েছে। এখন তাঁর শ্বাসক্রিয়া আগের আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক।
ঐন্দ্রিলার মা শিখা জানান, মেয়ের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে ‘স্টিমুলেটিং থেরাপি’ দেওয়া হচ্ছে। তিনি এও বলেন, ‘‘ওর দিদি ও বাবা পাশে বসে ওকে ওর ছোটবেলার গল্প শোনাচ্ছেন। ওর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তগুলি নিয়ে কথা বলছে। চিকিৎসকেরা আশার বাণী দিচ্ছেন।’’
আরও পড়ুন:

২০১৪ সালের টেট উত্তীর্ণরা সাত বছর পর জানবেন পরীক্ষার নম্বর, ২০১৭-র ফলও সোমবার

মঙ্গলবার লাল টুকটুকে চাঁদের সাক্ষী থাকবে দুনিয়া! কলকাতা, শিলিগুড়ি ও বাংলাদেশের কোন শহরে কখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে?

উত্তম কথাচিত্র, পর্ব-১০: কান্না-হাসির দোল দোলানো ‘সাড়ে চুয়াত্তর’ [২০/০২/১৯৫৩]

সোমবার সন্ধ্যায় সব্যসাচী ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেছেন, ‘‘হাসপাতালে ঐন্দ্রিলার ৬ দিন পূর্ণ হল আজ। এখনও পুরোপুরি ওর জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে।’’

Skip to content