অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা এখনও সঙ্কটজন। হাসপাতাল জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এখনও তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে।
চিকিৎসকেরা জানাচ্ছেন, ঐন্দ্রিলা বুধবার ভোরে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন। তার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
চিকিৎসকেরা জানাচ্ছেন, ঐন্দ্রিলা বুধবার ভোরে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন। তার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে মঙ্গলবার জানা গিয়েছিল, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু মাথার যে অংশে অস্ত্রোপচার করা হয়েছিল, তার উলটো দিকে রক্ত জমাট বেঁধেছে। স্ক্যান রিপোর্টে বিষয়টি নজরে আসে। এদিকে, ঐন্দ্রিলার বুধবারেও জ্বর কমেনি। সংক্রমণ রয়েছে। এখনও অভিনেত্রীর অবস্থা আগের মতোই।
আরও পড়ুন:
পিঁয়াজের খোসা ফেলে দেন? নষ্ট না করে কাজে লাগান এভাবে
দামি ও শৌখিন পোশাক? কোথায় ড্রাই ক্লিন করবেন? লন্ড্রি নয়, বাড়িতেই কেচে ফেলতে পারেন, রইল সহজ উপায়
ঐন্দ্রিলা শর্মার বন্ধু সব্যসাচী চৌধুরী সোমবারের পর বুধবার মধ্যরাতে (দিন হিসাবে বৃহস্পতিবার) ফের একটি ফেসবুক পোস্ট করেন। রাত ২টো নাগাদ সেই পোস্টে তিনি লেখেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে… এ সব লেখার অনেক সময় পাবে।’’
আরও পড়ুন:
ফুটবলের বিশ্বযুদ্ধ ২০ নভেম্বর থেকে, বিশ্বকাপের জন্য আলাদা চ্যানেল! কাতারের মহারণ কোথায়, কী ভাবে দেখবেন?
হোয়াটসঅ্যাপে এবার নিজের সঙ্গে কথা বলে জরুরি কাজ সারুন! আসছে আকর্ষণীয় ফিচার ‘সেলফ চ্যাট’!
গত সোমবারও অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরী একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে সব্যসাচী অভিনেত্রীর জন্য মন থেকে প্রার্থনার অনুরোধ করেছিলেন সমাজমাধ্যমে। লেখেছিলেন, ‘‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’