রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ভিকি-ক্যাটরিনা। ছবি: সংগৃহীত।

২০২১ সালের ৯ ডিসেম্বর। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ধুমধাম করে সাত পাক ঘোরেন যুগল। চার হাত এক হয়। এক সময় তাঁদের প্রেম নিয়ে বলিপাড়ায় জোর চর্চা ছিল। তবুও বিয়ের আগে পর্যন্ত এ নিয়ে তাঁরা কেউ-ই জনসমক্ষে মুখ খোলেননি। তাঁরা হলেন ভিকি ও ক্যাটরিনা।
এ বার দুই তারাকা তাঁদের দাম্পত্য জীবনের নানা ছবি তুলে ধরেছেন। বয়সে ভিকির থেকে বছর পাঁচেকের বড় ক্যাট। আবার একজন পেশাদার অভিনেতা হিসাবেও ক্যাটরিনার অভিজ্ঞ ভিকির থেকে অনেক বেশি। এমনকি, নায়িকাদের তালিকাতেও নায়িকার নাম রয়েছে প্রথমের দিকে। একে অপরকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভিকি ও ক্যাটরিনা দু’জনই খুশি। ভিকির বাবা-মাও নায়িকাকে পুত্রবধূ হিসেবে পেয়ে ভালো লেগেছে। এ সবের পরেও অভিনেত্রীকে বিয়ের নেতিবাচক কিছু দিক নিয়ে ভিকি মুখ খুললেন।
আরও পড়ুন:

শোভিতাকে ছেড়ে কি ‘উ অন্তাভা’ অভিনেত্রীর কাছেই ফিরছেন নাগা? কোন ইঙ্গিত দিলেন সামান্থা?

অনিদ্রায় ভুগছেন? সহজে ঘুম আসতে চায় না? কী ভাবে কাটবে অনিদ্রার সমস্যা?

সম্পর্কের শুরুর দিকে ক্যাটরিনার এ ভাবে পাত্তা পেয়ে নাকি ভিকি যথারীতি অবাকই হয়ে যেতেন। তিনি নাকি বিশ্বাসও করতে পারছিলেন না যে, নায়িকার কেন তাঁকে নিয়ে এতটা আগ্রহ দেখাচ্ছেন। ভিকি ও ক্যাটরিনা সম্পর্কের শুরু হয় পরিচালক প্রযোজক কর্ণ জোহরের চ্যাট শো থেকেই। তার পর তাঁদের বিয়ে হয়।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৫: আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে / খুঁজে পেতে আনি খেতে-নয় বড় সিধে সে!…

প্রথম আলো, পর্ব-৬: পৃথিবীর প্রথম কমিকস ও তার স্রষ্টা কে, জানতেন?

তবে দু’জনেই এক পেশায় থাকায় ভিকি-ক্যাটের নাকি বহু দিন পর দেখা সাক্ষাৎ হয় না। হয়তো যখন ভিকি শুট থেকে ফেরেন, তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় ক্যাটরিনাকে। কাজের এমন চাপের জন্য তাঁরা একসঙ্গে সে ভাবে সময় কাটাতে পারছেন না। ভিকির বক্তব্য, ‘‘আমাদের দুজনের পেশাটা আর পাঁচটা চাকরির মতো নয়। আর তাতেই এই সমস্যা হচ্ছে। এক ছাদের তলায় থেকেও আমরা একসঙ্গে থাকতে পারি না।’’

Skip to content