শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


টলিপাড়ায় জোর গুঞ্জন, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দেখা যাবে রাজ ঘরণী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’-কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয় ভট্টাচার্য। ‘হইচই’ প্ল্যাটফর্মের সিরিজে এই ওয়েব সিরিজেই মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। জুলাই মাস নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা আছে।
পরমব্রতর আগামী ছবি ‘বউদি ক্যান্টিন’। সব ক্ষেত্রেই বাইরে বেরিয়ে কাজ করলেই একজন মহিলাকে সফল বলে বিবেচনা করা হয়। যদিও একজন মহিলা সহজাতভাবে যেটা পারেন, তা অনেক সময়ই পুরুষদের সমকক্ষ হয়ে ওঠে। এমন গল্প নিয়েই একটি ছবি করছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। বৌদি ক্যান্টিন ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে, শেফ আসমা খান। কলকাতা থেকে কয়েকহাজার কিলোমিটার দূরে লন্ডনে সে এখন একাধিক রেস্তরাঁর মালকিন। ছবিতে আসমা খানের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অনুসূয়া মজুমদারকে। শুভশ্রী থাকছেন ‘বৌদি ক্যান্টিন’-এর বৌদি-র ভূমিকায়। আর শুভশ্রীর স্বামীর চরিত্রে দেখা যাবে পরমব্রতকে। শুভশ্রীর শাশুড়ির ভূমিকায় অনুসূয়া মজুমদার। তবে সোহমের চরিত্রে যথেষ্ট রহস্য আছে বলে জানিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

Skip to content