রবিবার ১০ নভেম্বর, ২০২৪


‘জেলর’ ছবিতে রজনীকান্ত। ছবি: সংগৃহীত।

শুক্রবার সুপারস্টার রজনীকান্তের ‘জেলর’ ছবি মুক্তি পেয়েছে। ‘থালাইভা’র ঝুলিতে আরও একটি ‘ব্লকবাস্টার’ ছবির সংখ্যা বাড়ল। ছবি মুক্তির তিন দিনের মধ্যে ব্যবসা ছাড়িয়েছে দুশো কোটি টাকার গণ্ডি। তারকারা এখন ‘জেলর’ ছবির সাফল্য উদ্‌যাপন করতে ব্যস্ত। যদিও বক্স অফিসের এমন ফলাফল জেনে ‘থালাইভা’ বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে পৌঁছে গেলেন।
শনিবার রজনীকান্তকে উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরে দেখা যায়। খবর, মন্দিরে তিনি প্রায় ৩০ মিনিট ছিলেন। এখন তিনি উত্তর ভারতের নানা জায়গায় ঘুরছেন। তাঁর সেই সফরের ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। শনিবার রজনীকান্ত বদ্রীনাথ মন্দিরে প্রবেশের সময় তাঁর পরনে ছিল নীল সোয়েটার, হাতে ছিল গ্লাভস। গলায় সাদা উত্তরীয়। তামিল সুপারস্টারকে সেখানে অনুরাগীদের সঙ্গে কথাও বলতে দেখা যায়।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৪: রিমঝিম ঘিরে শাওন…আবার লতা, কিশোর ও পঞ্চমের সেই জাদু

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন? গোড়ালির যন্ত্রণায় কাবু? কী করে কমাবেন এই ব্যথা? রইল সমাধান

রজনীকান্তের ছবি মুক্তি মানেই দক্ষিণ ভারতে উৎসব শুরু হয়ে যায়। শুক্রবার নেলসর দিলীপকুমার পরিচালিত ‘জেলর’ মুক্তির পরই দক্ষিণ ভারত জুড়ে উচ্ছ্বাস চোখে পড়েছে। প্রথম দিনেই ছবিটি প্রায় ৯৬ কোটি টাকার ব্যবসা করেছে। গত বৃহস্পতিবার রজনীকান্তের ছবি দেখার জন্য চেন্নাই এবং বেঙ্গালুরুতে স্কুল, কলেজ এবং অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। কয়েকটি সংস্থা তো আবার তাদের কর্মীদের বিনামূল্যে ‘জেলর’ ছবি দেখার জন্য টিকিটও বিতরণ করে।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content