শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পরমব্রত ও পিয়া। ছবি: সংগৃহীত।

অবশেষে পরিবার ও কাছের মানুষদের সান্নিধ্যে চার হাত এক হল টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মনো-সমাজকর্মী পিয়া চক্রবর্তীর। সই-সাবুদ সারলেনও পরম ও পিয়া। সমাজমাধ্যমের পাতায় নিজেদের একাধিক ছবিও পোস্ট করেন অভিনেতা আইনি বিয়ে সম্পন্ন হওয়ার পরে। পরমব্রত জানান, সোমবারের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কখনও বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে তাঁদের।
এই মুহূর্তে পরমব্রত শুধু টলিউডে নয়, বলিউডেও তিনি সমানভাবে পরিচিত । তবে অভিনয়ের পাশাপাশি হাত পাকিয়েছেন পরিচালনা ও প্রযোজনাতেও। অন্য দিকে, পিয়া পেশায় এক জন মনো-সমাজকর্মী। সময়ে সময়ে একসঙ্গে কাজও করেছেন পরম ও পিয়া।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৪: সুন্দরবনের রাজমাতা দেবী নারায়ণী

পর্দার আড়ালে, পর্ব-৪৫: উমা নাম জপতে জপতে বাঘের কাছে গিয়ে সাহসের পরিচয় দিয়েছিলেন রবি ঘোষ

ক্রমশ তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বই পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে জনসমক্ষে কখনওই পরম বা পিয়া কেউই মুখ খোলেননি। পিয়া চিরকালই ‘ভালো বন্ধু’ ছিলেন অভিনেতার। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, চলতি বছরের শেষের দিকেই তাঁরা হয়ত সংসারজীবনে পা দিতে চলেছেন। সে খবরই আজ বাস্তবায়িত হল।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব ৪৭: শীতকালে দই খেতে নেই?

চলো যাই ঘুরে আসি, অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে, পর্ব-২: দু’ চোখ ভরে স্বপ্ন পূরণের আনন্দাশ্রু, অদূরেই যে অন্নপূর্ণা বেস ক্যাম্প!

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমই হোক বা বিদেশিনি ইকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক- এর আগে নিজের একাধিক প্রেমের সম্পর্ক নিয়ে তেমন গোপনীয়তা করেননি পরম। ইকার সঙ্গে প্রেম ভাঙার পরে তা নিয়েও খোলামেলা ভাবে কথা বলেছিলেন অভিনেতা। তবে পিয়ার সঙ্গে সম্পর্কের গোড়া থেকেই বেশ সতর্ক ছিলেন তিনি। তার অন্যতম কারণ, পিয়া টলিউডেরই সঙ্গীত পরিচালক ও গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০১৫ সালে অনুপম ও পিয়া গাঁটছড়া বাঁধেন। ছ’বছরের দাম্পত্যের পর অবশেষে ২০২১ সালের নভেম্বর মাসেই সমাজমাধ্যমের পাতায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। তার দু’বছরের মাথায় পরমের ঘরনি হলেন পিয়া।

Skip to content