শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


কমল হাসান ও অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

২০ জুলাই মুক্তি পেয়েছে ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবির প্রথম ঝলক। সান দিয়েগোর কমিক কন-এ একটি জমকালো অনুষ্ঠানে প্রথম ঝলক মুক্তি পায়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কমল হাসন এবং রানা দগ্গুবাটি। দীপিকা পাড়ুকোনে অবশ্য ছিলেন না। আলোচনাচক্রে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন।
প্রথম দিকে অনুষ্ঠান ভালোই এগচ্ছিল। একে অপরের প্রশংসা শোনেন শ্রোতারা। এক সময় কমল হাসানকে থামিয়ে বিগ-বি বলেন, ‘‘কমল এতটাও বিনয়ী হওয়ার কোনও দরকার নেই। অভিনয়ের বিচারে আমাদের থেকে তুমি অনেকটাই এগিয়ে আছো।’’ এর পরে আমিতাভ শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘‘কমল হাসান একের পর এক যে ধরনের কাজ করেছেন, তা অর্জন করা খুবই কঠিন ব্যাপার।’’
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-২৪: রাত্রির রং রহস্যময়

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬: নাম দিয়ে যায় চেনা

এর পরেই কমল বলতে শুরু করেন। তিনি বিগ-বি এর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘শোলে’-র কথা বিশেষ ভাবে উল্লেখ করেন। তাঁর কথায়, ‘শোলে’ ছবিতে আমি সহকারী পরিচালক ছিলাম। কিন্তু ছবিটি দেখার পরে এতটাই আমার খারাপ লাগে যে, আমি সেই রাতে ঘুমোতে পর্যন্ত পারিনি।’’ কমল জানান, তিনি ‘শোলে’-র পরিচালক রমেশ সিপ্পির প্রতিও ক্ষুব্ধ হয়েছিলেন। অভিনেতার কথায়, পরে এক সময় পরিচালককে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কমল জানান, ‘‘একজন টেকনিশিয়ান হিসেবে আমার সেই রাতে ঘুম আসেনি। অমিতাভ এই ধরনের অনেক ছবিতে কাজ করেছেন। তাঁর মুখ থেকে আমার ছবি নিয়ে ভালো কথা শুনতে পাবো, আমি কোনও দিন কল্পনাও করিনি।’’
আরও পড়ুন:

‘আমি তো অন্তঃসত্ত্বা নই,’ বিয়ে নিয়ে প্রশ্ন করতেই জবাব তাপসী পন্নুর, কাকে উদ্দেশ্য করে এমন বললেন?

প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন মেথি? জানুন এর উপকারিতা

উল্লেখ্য, ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাসের পাশাপাশি দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের মতো তাবড় বলিউড অভিনেতাও রয়েছেন। এই তিন অভিনেতাকে নিয়েই ছবি ‘প্রজেক্ট কে’। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন। এতে খল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা কমল হাসন। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

Skip to content