হৃতিক রোশন। ছবি:সংগৃহীত।
বলিউডের সুপারস্টার হৃতিক রোশনের চেহারা নিয়ে অনুপ্রাণিত আট থেকে আশি সবাই। তবে শুধু অভিনয় নয়, দেহসৌষ্ঠব এবং শারীরিক সক্ষমতার জন্যেও তাঁর খ্যাতি সর্বত্র। হৃতিকের পেশিবহুল চেহারা অনুরাগীর অনুপ্রেরণা। তিনি বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেতাও।
যদিও কৈশোর থেক যৌবন পর্যন্ত তাঁর এমন নায়কোচিত আকর্ষণীয় চেহারা ছিল না। এ কথা বাবা রাকেশ রোশন নিজেই জানিয়েছিলেন। কী ভাবে এমন আকর্ষণীয় হয়ে উঠলেন হৃতিক? খবর, হৃতিক রোশনের এমন চেহারার নেপথ্যে রয়েছেন তাঁর ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিন। ইনিই নাকি হৃতিককে সব সময় শরীরচর্চা করতে উৎসাহ দেন। ক্রিসই হৃতিকের শরীরচর্চার দেখভাল করেন। ‘কৃশ’ ছবির সময় থেকেই অভিনেতাকে ফিটনেস প্রশিক্ষণ দিচ্ছেন ক্রিস।
আরও পড়ুন:
হাত বাড়ালেই বনৌষধি: শাল গাছের এই গুণগুলি জানতেন?
সলমন ঘনিষ্ঠ বান্টি অতীত, মানুষীর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্কে সুশান্তের প্রেমিকা রিয়া!
ফিটনেস প্রশিক্ষক ক্রিস গেথিনকে নাকি অনেকেই প্রশিক্ষক হিসাবে পেতে চান। কিন্তু তাঁর মাসিক বেতন শুনলে ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। কারণ, ফিটনেস প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রিস মাসে ৭ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। এখনেই শেষ নয়, সারা ভারতে ক্রিসের অনেক ফিটনেস প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে। মুম্বই, মোহালি, রায়পুর, গুরুগ্রাম, কলকাতার বড় বড় শহরে তিনি নিয়মিত শরীরচর্চার পাঠ দেন।
আরও পড়ুন:
ছোটদের যত্নে: সন্তান কম মনোযোগী কিন্তু অতি সক্রিয়? সহজ উপায়ে বাড়িতেই এর চিকিৎসা সম্ভব
চলো যাই ঘুরে আসি, পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়
আজ নয়, হৃতিকের শারীরিক কসরত শুরু হয় সেই ২০১১ থেকে। প্রায় দু’ মাসের মধ্যেই অভিনেতার চেহারার পুরো ভোল বদল করে দেন ক্রিস। হৃতিকের দেহসৌষ্ঠবে তাঁর ভূমিকার কথা প্রকাশ্যে আসতেই ক্রমশ ক্রিসের জনপ্রিয় বাড়তে থাকে। প্রশিক্ষণ নেওয়ার চাহিদাও দিন দিন বৃদ্ধি পেতে থাকে। হৃতিক ছাড়াও ক্রিসের সাহায্য নিয়েছেন রণবীর সিংহ, জন আব্রাহাম, মহেশ বাবুর মতো বড় তারকারা। হৃতিক প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক দেন ক্রিসকে? শুনে ঘাবড়ে যাবেন না যেন, হৃতিক প্রতি মাসে ক্রিসকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক দেন।