অরিজিৎ সিংহ ও টেলর সুইফট। ছবি: সংগৃহীত।
তাঁর ঝুলিতে রয়েছে মোট ১২টি গ্র্যামি। পাশাপাশি তাঁর মুকুট সাজানো একাধিক অনন্য নজিরে। তিনি পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম নামী ও ধনী পপ তারকা টেলর অ্যালিসন সুইফট। যদিও এই পপ তারকাকে ছাড়িয়ে গিয়েছেন বাঙালি তারকা গায়ক অরিজিৎ সিংহ। কেমন করে?
স্পটিফাই গান শোনার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে শুধু গান শোনা নয়, শ্রোতা ও অনুরাগীরা তাদের পছন্দের শিল্পীদের ওই প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ফলো’ও করতে পারেন। স্পটিফাই অনুরাগীদের ‘ফলো’ ক্রারা সংখ্যার নিরিখে টেলকে বড়সড় টেক্কা দিয়েছেন অরিজিৎ। শুধু টেলর সুইফটকেই বা কেন, হলিউডের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও পিছনে ফেলেছেন অরিজিৎ।
আরও পড়ুন:
যত মত, তত পথ, পর্ব-১: শ্রীরামকৃষ্ণের আনন্দ-পাঠশালা
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১০: ধনু হেসে বলে, শর, জান না সে কথা—আমারি অধীন জেনো তব স্বাধীনতা
স্পটিফাইয়ে অরিজিৎ সিংহের অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি! টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সেখানে সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। তবে স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে শীর্ষ স্থান দখল করে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ১১ কোটি ৩০ লক্ষের বেশি তাঁর অনুরাগী সংখ্যা। তালিকায় পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে রয়েছেন দ্বিতীয় স্থানে। অনুরাগী সংখ্যা প্রায় নয় কোটি ১০ লক্ষ। তৃতীয় স্থানে রয়েছেন বাঙালি গায়ক অরিজিৎ। অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি!
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯: সুন্দরবনের লুপ্ত নদী আদিগঙ্গা
অমর শিল্পী তুমি, পর্ব-৩: অভিনয় নয়, কিশোর মনে-প্রাণে একজন গায়ক হিসেবেই আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন
বলিউডের পাশাপাশি এই মুহূর্তে বিশ্বেরও স্বনামধন্য তারকা গায়ক অরিজিৎ সিংহ। গায়ক এখন তাঁর নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’ নিয়ে চূড়ান্ত ব্যস্ত। ২০২৩ সালের ১৭ মার্চ থেকে সেই ট্যুর শুরু হয়েছে, চলবে ২০২৪ সালের ১৭ অগস্ট পর্যন্ত। এদিকে, আগামী নভেম্বর মাসেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফট ১০০ কোটি টাকার মালিক হতে চলেছেন।