শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অমিতাভ বচ্চন।

অসুস্থ অমিতাভ বচ্চন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অমিতাভ বচ্চনের অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে।
শুরু থেকেই অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতার কথা গোপন রাখা হয়েছিল। অভিনেতা শুক্রবার তাঁর এক্স-এ এ নিয়ে একটি পোস্টও করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমি চিরকৃতজ্ঞ।’’ কেন অমিতাভ এমন কথা লিখেছেন তা নিয়ে কৌতূহল দানা বাঁধে অনুরাগীদের মধ্যে। যদিও এখনও বচ্চন পরিবার এ নিয়ে কিছু জানায়নি।
আরও পড়ুন:

ওজন বেড়ে চলার দায় শুধু খাবারের উপর না চাপিয়ে লাগাম দিন এই ৫ অভ্যাসে

রাতে কি মুখ ধুয়েই ঘুমোতে যান? এই ৫ ভুল করলেই কিন্তু বারোটা বাজবে ত্বকের

গত বছর মার্চ গুরুতর আহত হন অমিতাভ। হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং চলাকালীন তাঁর বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে গিয়েছিল। সে বার চিকিৎসকদের পরামর্শ মতো, অভিনেতা কয়েক মাস বিশ্রামে ছিলেন। অমিতাভ নিজের ব্লগে এ নিয়ে লিখেছিলেন, ‘‘আমার বুকে ব্যান্ডেজ করা হয়েছে। বিশ্রাম করতে বলেছেন ডাক্তার। হাঁটাচলা করতে গেলেই বুকে খুব ব্যথা হচ্ছে।’’
আরও পড়ুন:

‘তুমি খুব খারাপ অভিনয় করো’! মনীষাকে কেন বলেছিলেন বিধু বিনোদ চোপড়া?

রাহার সঙ্গে ছবি পোস্ট করলেন আলিয়া, প্রথম বার কন্যার ছবি দিয়ে কী লিখলেন ‘গঙ্গুবাঈ’?

এ বছরও অমিতাভের একবার অস্ত্রোপচার হয়েছে। তাঁর কব্জিতে অস্ত্রোপচার করা হয়। এ নিয়ে ব্লগে অভিনেতা লিখেছিলেন, ‘‘শুটিং ফ্লোরে অনেকের সঙ্গে দেখা হল। আমার হাতের অস্ত্রোপচারের বিষয়টাও অক্ষয়েকে (কুমার) বুঝিয়ে বললাম।’’ বিশ্রাম নিয়ে অভিনেতা আবার শুটিংয়ে ফিরেছিলেন বিগ-বি। অমিতাভের অসুস্থতার প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

Skip to content