শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘পুষ্পা ২’ ছবির পোস্টারে অল্লু। ছবি: সংগৃহীত।

৮ এপ্রিল ছিল অল্লুর অর্জুনের জন্মদিন। এদিন ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল। পোস্টার মুক্তির পরে হইচই পড়ে যায়। এর আগে কোনও ছবিতে অল্লুর এই রূপ দর্শক দেখননি। অভিনেতার মুখ ভর্তি দাড়ি-গোঁফ। পরনে শাড়ি। গলায় ঝুলছে লেবুর মালা। লাল রঙের কপাল, গাল নীল। জোড়া ভ্রুর মাঝে চন্দনের ফোঁটা। হাতে বন্দুক।
চন্দন কাঠের চোরাকারবারি পুষ্পার সাজে নতুন চমক? নাকি পুলিশের চোখকে ফাঁকি দিতে পুষ্পার এই সাজ! এই চর্চার মাঝেই আবার নয়া পোস্টার। এই পোস্টারে দেখা যাচ্ছে পুষ্পার আবছা প্রতিছবি। যদিও তাঁর আঙুলে নেলপালিশ স্পষ্ট। তাঁর আঙুলে একাধিক আংটি, আর হাতে ধরা আছে বন্দুক।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৬: গলা সাধলেই লতাকণ্ঠী?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

অল্লু অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ছবিটি দর্শকের নজর কেড়েছিল। দেশের বক্স অফিসে ছবিটি সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করে। এই ছবির জন্য অল্লুর অর্জুন জাতীয় পুরস্কারও পান। এখন দর্শক ও অনুরাগীরা ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন।
যদিও ‘পুষ্পা ২’ কবে মুক্তি পাবে তা এখনও পরিষ্কার নয়। কারণ ছবির মুক্তির তারিখ বার বার পিছিয়ে যাচ্ছে। প্রথমে ঠিক ছিল চলতি বছরের শেষে দিকে মুক্তি পাবে। এর মধ্যে ছবির চিত্রনাট্য কিছুটা বদল করা হয়। তাই এখনও শুটিং বাকি অনেকটা বাকি বলে খবর। তাই বার ছবি মুক্তির দিন বার পিছিয়েছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৮: প্যায়ার করনে ওয়ালে প্যায়ার করতে হ্যায় শান সে— আশার কণ্ঠ ও আরডি-র সুর, অনবদ্য

ফ্রিজে পনির রাখলে শক্ত হয়ে যাচ্ছে? তাহলে কী ভাবে পনির টাটকা ও নরম রাখবেন

তবে নয়া পোস্টার মুক্তির পর জানা গিয়েছে ২০২৪ সালের ১৫ অগস্টই ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পাবে। এমনটা অল্লু অর্জুন নিজেই জানিয়েছেন। ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রযোজনা সংস্থা সমাজমাধ্যমে লেখছে, ‘‘দিনটিকে কিন্তু মনে রেখে দেবেন, এই ছবি ২০২৪ সালের ১৫ অগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে। বক্স অফিসে দখল করতে আসছে পুষ্পা ২ ছবি।’’

Skip to content