শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

প্রিয়ঙ্কা চোপড়া, রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি বা পূজা বাত্রা— বলিউডের একাধিক সামনের সারিতে থাকা অভিনেত্রীর সঙ্গে অক্ষয় কুমারের নাম জড়িয়েছে। তাঁদের সম্পর্ক নিয়ে চর্চাও খুব হয়েছে। যদি শেষমেশ ‘হার্টথ্রব’ অক্ষয় কুমার টুইঙ্কল খন্নাকেই বিয়ে করেন। তাঁদের প্রায় ২২ বছরের দাম্পত্য জীবন। অক্ষয়-টুইঙ্কলের ২০০১ সালে সংসার শুরু করেন। তাঁরা বলিউডের অন্যতম সফল তারকা জুটি।
অক্ষয়-টুইঙ্কলের বিয়ের আগে কম বিতর্ক হয়নি। কারণ, তখন সম্পর্কের ক্ষেত্রেও ‘খিলাড়ি’ অক্ষয় ছিলেন। অক্ষয় একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। কোনও প্রেম বাগ্দান পর্যন্ত গড়িয়েও ভেঙে যায়, আবার কোনও ক্ষেত্রে প্রেম সেটেই ভেঙে যায়। তখন লোকের কাছে তাঁর ‘খারাপ ছেলে’র ভাবমূর্তি দাঁড়ায়।
আরও পড়ুন:

রাতভর পার্টি, শাহরুখ-পুত্র আরিয়ানকে দেখে কী করলেন ব্রাজিলের এই সুন্দরী?

মুভি রিভিউ: মার্ডার মুবারক—অধিক প্রতিভার ভিড়েই কি নষ্ট হইল গাজন?

টুইঙ্কলের সঙ্গে প্রায় ২২ বছরের দাম্পত্য জীবন কাটানোর পরে নিজের অতীত জীবন নিয়ে মুখ খুললেন অক্ষয়। অভিনেতা জানালেন, বিয়ের আগে তাঁর তিন বার প্রেম ভেঙেছে। সঙ্গে খিলাড়ি এ-ও জানিয়েছেন, সেই যন্ত্রণা কীভাবে সামলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অক্ষয়। সেখানে তিনি জানান, ঘরনী টুইঙ্কলকে বিয়ের আগে তাঁর তিন বার সম্পর্ক ভেঙেছে। এ নিয়ে তাঁকে প্রতি বারই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে।
আরও পড়ুন:

নুন-চিনির শরবত কি সত্যিই শরীরে জলের অভাব পূরণ করে?

জিম ও ডায়েট না করেও রোগা হওয়া যায়, তবে সকালের এই ৩ অভ্যাস ছাড়তে হবে

অক্ষয় কুমার জানান, যখনই সম্পর্ক ভাঙতো, তখন মনের ভিতর খুব রাগ জমত। সেই সময় শৃঙ্খলাপূর্ণ নিয়ন্ত্রিত জীবনযাপন এবং খাওয়াদাওয়া তাঁকে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খুব সাহায্য করেছে। অভিনেতার কথায়, ‘‘আমার যখনই প্রেম ভেঙে যেত, আমি সে সময় শরীরচর্চা অনেকটা বাড়িয়ে দিতাম। আমি এ ভাবেই আমার রাগের বহিঃপ্রকাশ ঘটাতাম। আরেকটা কথা, সে সময় আমি খুব খাওয়াদাওয়া করতাম।’’

অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাঁর প্রাক্তনেরা বিভিন্ন সময় মুখ খুলেছেন। যদিও খিলাড়ি সব সময়ই চুপ থেকেছেন। এত বছর পর অক্ষয় কুমার তাঁর প্রেম ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন।

Skip to content