ছবি প্রতীকী
চূড়ান্ত ব্যর্থ হয়েছে ‘লাল সিং চাড্ডা’। যদিও ওটিটি প্লাটফরম কিছুটা মুখরক্ষা করেছে। বলিপাড়ায় গুঞ্জন ছিল, আমিরকে এবার ‘চ্যাম্পিয়ন’ ছবিতে দেখা যাবে। পরিচালক আর এস প্রসন্ন-র এই ছবি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন’-এর রিমেক বলে শোনা যাচ্ছিল। স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ একাধিক আর্ন্তজাতিক পুরস্কারও পেয়েছে। ছবিটি অস্কারের জন্যও মনোনীত হয়েছিল। শোনা যাচ্ছিল, তাড়াতাড়ি ছবিটির হিন্দি রিমেকের শুটিং শুরু হবে। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল করলেন আমির।
এদিকে, ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। তবে ‘ফরেস্ট গাম্প’ অস্কার পেলেও চূড়ান্ত ভাবে ব্যর্থ হয় ‘লাল সিং চাড্ডা’। ছবিটি দেখতে দর্শকরা তেমন হলমুখী হননি। এককথায় বক্স অফিসে ভরডুবি হয় ‘লাল সিং চাড্ডা’-র। তাই আপাতত তিনি অভিনয় স্থগিত রাখার সিদ্ধান্ত রাখার কথা ঘোষণা করেন আমির।
আরও পড়ুন:
কলকাতায় আরও পারদপতন, শীতের শিরশিরানি ভাব অব্যাহত বাংলা জুড়ে
হাতে সময় কম? ধ্যান করতে চান বাড়িতেই? মনের মতো পরিবেশ তৈরি করুন এ ভাবে
‘চ্যাম্পিয়ন’ ছবির প্রসঙ্গে আমির বলেন, তিনি এখনই কোনও ছবিতেই অভিনয় করছেন না। তিনি বছর দেড়েক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টা পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে সময় কাটাতে চান।
#AamirKhan announces break after the #LaalSinghChaddha debacle. Here's his full statement: pic.twitter.com/qrnIfPJAh4
— India.com (@indiacom) November 15, 2022
আরও পড়ুন:
ঘর সাজাবেন কোন কোন গাছ দিয়ে? এগুলি রাখতে পারেন
রোগ সারানোর ক্ষমতা রয়েছে শব্দের, কোন শব্দের কী গুণ?
ফলে ‘চ্যাম্পিয়ন’-এ তাঁর অভিনয় নিয়ে যে জল্পনা ছিল তা নাকচ করে দেন আমির। তিনি জানান, অভিনয় না করলেও ছবিটির প্রযোজনা করবেন তিনি। আমির বলেন, ‘‘৩৫ বছরের কর্মজীবনে শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়েছি। কাছের মানুষের প্রতি হয়তো অবিচার করেছি। তাই এবার পরিবারকেও সময় দেওয়া উচিত।”