রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

গত ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অরুণ রায় পরিচালিত, কান সিং সোধা নিবেদিত এবং কেএস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি ‘৮/১২’। মুক্তি পাওয়ার পরই দর্শকদের মন জয় করে নিয়েছে দেশমাতৃকার বীর সন্তানদের বীর গাথা ‘৮/১২’। এরপর গত ২ ফেব্রুয়ারি মুক্তি পেল এই ছবির তৃতীয় গান ‘এবারের মতো বিদায়’। সৌম্য ঋতের কথায় ও সুরে এবং শিল্পী মেখলা দাশগুপ্তের কণ্ঠে ‘এবারের মতো বিদায়’ গানে শ্রোতাদের বিশেষ চমক উপহার দিলেন নির্মাতারা। মেখলা দাশগুপ্তের এই গানে ধরা দিলেন ছবির চরিত্র বিনয়, বাদল, দীনেশ সহ অন্যান্যরা।
বিতে কাজ করে খুশি মেখলা দাশগুপ্ত। তিনি বলেন, ‘দেশমাতৃকার বন্দনায় এরকম একটা গান গাইতে পেরে আমি সত্যিই আপ্লুত। কেএসএস প্রোডাকশন, কান সিং সোধা এবং অরুণ রায় আমাকে যে এই সুযোগ দিয়েছেন, তার জন্য আমি সত্যিই আনন্দিত। ‘৮/১২’ ছবির এই গান ছবিকে আরও অনেক বেশি মানুষের মনের কাছাকাছি করে দেয়, এবং এই গানের সার্থকতা হয়তো সেই জায়গাতেই। সৌম্য ঋতের কথা ও সুর এই গানের অন্যতম সম্পদ। আমি এই গান যেভাবে দেশবন্দনায় মানুষের মন ব্রতী হয় সেই ভাবেই করার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায় ও রেমো। এছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথের মতো আভিনেতাদের।

Skip to content