মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


আকাঙ্খা মোহন।

এক উঠতি মডেলের দেহ উদ্ধার করা হয়েছে মুম্বইয়ের হোটেল থেকে। বছর তিরিশের এক মডেলের দেহ হোটেলের সিলিং ফ্যান থেকে ঝুলছিল। পুলিশ মডেলের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সুইসাইড নোটটি মডেলেরই হাতে লেখা কি না, তা পরীক্ষা করে দেখছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার ওই মডেলের দেহ মুম্বইয়ের আন্ধেরির এলাকার একটি হোটেল থেকে পুলিশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ কান্তে পেরেছে, ওই উঠতি মডেলের নাম আকাঙ্ক্ষা মোহন। আন্ধেরির একটি হোটেলে বুধবার রাত ৮টা নাগাদ ওঠেন। ফোন করে নিজের ঘরে খাবারও চেয়ে পাঠান। হোটেলের কর্মীরা পরের দিন সকালে অর্থাৎ বৃহস্পতিবার বারবার ডেকেও সাড়া পাননি আকাঙ্ক্ষার। তার পরই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।
আরও পড়ুন:

পুজোয় ‘ভিলেন’ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তমী-অষ্টমী-নবমীতে বৃষ্টির সম্ভাবনা, দুর্যোগের পূর্বাভাস পঞ্চমীতেও

কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ংকর আত্মঘাতী হামলা, অন্তত ১০০ জনের মৃত্যু, আহত বহু

পুলিশ জানিয়েছে, ‘মাস্টার কি’ দিয়ে আকাঙ্ক্ষার হোটেলের ঘরের দরজা খোলা হয়। ঘরের মধ্যে সিলিং ফ্যানে থেকে ঝুলছিলেন ওই মডেল। পুলিশ আকাঙ্ক্ষার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত তৃতীয় কোনও ব্যক্তির জড়িয়ে থাকার তথ্য পায়নি। তবে হতেলের ঘর থেকে একটি চিরকুট মিলেছে। তাতে ইংরেজিতে লেখা, ‘আমি দুঃখিত। আমার এই পরিণতির জন্য কেউ দায়ী নন। আমি ভালো নেই। আমার শুধু শান্তি দরকার।’

Skip to content