রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


৭৯ বছর বয়সি অমিতাভ বচ্চন ছাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছেন, আর রশ্মিকা মন্দন্নার হাতে ঘুড়ির লাটাই। পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় দেখা যাবে অমিতাভ ও রশ্মিকাকে। শনিবার মুক্তি পেয়েছে ‘গুডবাই’-এর পোস্টার। অমিতাভ ইনস্টাগ্রামে ছবির পোস্টাটি শেয়ার করেছেন। সেই সঙ্গে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পরিবারের ভাবনা শান্তির। কাছাকাছি কেউ না থাকলেও তাঁদের অস্তিত্ব বোঝা যায়’।
আরও পড়ুন:

মৃত্যুর পরও স্বমহিমায় টিভির পর্দায় ফিরছেন অভিনেত্রী পল্লবী দে, অপেক্ষায় বাবা-মা

পর্ব ৩১: বন্ধুসুন্দর সান্ত্বনা দিয়ে বললেন, ‘ক্ষীরোদা, তুই সরযূর জন্য দুঃখ করিসনে, তোর গর্ভে জন্ম নিয়ে সে শাপমুক্ত হয়েছে…

বোঝাই যাচ্ছে ‘গুডবাই’ একটি পরিবারকেন্দ্রিক ছবি। ছবিটিতে অমিতাভ, রশ্মিকা ছাড়াও রয়েছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার প্রমুখ। একতা কপূর ‘গুডবাই’-এর সহ-প্রযোজক। সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। ২০২১-এর জুনেই জুনেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। অবশেষে ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গুডবাই’।

Skip to content