ছবি প্রতীকী
আজ আমরা আরও তিন রকমের object-এর কথা আলোচনা করবো: Cognate Object, Reflexive Object এবং Factative Object
Cognate Object
Cognate কথাটির অর্থ হল ‘having same origin’ অর্থাৎ ‘যে সমস্ত শব্দ একই উৎস থেকে উৎপত্তি হয়েছে’।
এখানে I হল subject, dreamt হল verb এবং a sweet dream হল cognate object. এখানে লক্ষ্য করে দ্যাখো verb ‘dreamt’ (যেটা dream-এর past form) এবং object ‘dream’, দুটো শব্দেরই কিন্তু উৎস এক অথচ অর্থ আলাদা: dream (noun) এর অর্থ স্বপ্ন এবং dream (verb) এর অর্থ স্বপ্ন দেখা। এই ধরনের object-কে আমরা cognate object বলি। আসলে ‘dream’ verb-টি একটি Intransitive Verb, যার object থাকে না, কিন্তু এখানে ‘dream’ verb ‘dream’ noun-কে cognate object হিসেবে নিচ্ছে।
প্রথমে cognate object ‘a sweet dream’ আগে নিয়ে আসবো, তারপর was বসাবো (যেহেতু ‘dreamt’ simple past tense-এ আছে), তারপর dream এর past participle form ‘dreamt’ এবং সব শেষে by me বসাবো।
Reflexive Object
যখন কোনও Active Voice-এর বাক্যের object Reflexive Pronoun (myself, yourself, himself, herself, themselves etc) হয় এবং subject এবং object একই ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই object কে Reflexive Object বলে।
এখানে She হল subject, hurt হল verb এবং herself হল reflexive object. ভালো করে দ্যাখো এখানে subject ‘She’ আর object ‘herself’ কিন্তু একই ব্যাক্তি, কারণ সে নিজেকেই নিজে আঘাত করেছে। এই ধরনের object-কে আমরা Reflexive Object বলি।
এই voice change-টি কিন্তু অন্য voice change-এর থেকে একটু আলাদা হবে। এখানে আমরা reflexive object-কে আগে নিয়ে আসবো না বরং Subject ‘She’ কেই প্রথমে বসাবো, তারপর was বসাবো (যেহেতু ‘hurt’ Simple Past Tenseএ আছে), তারপর hurt এর past participle form ‘hurt’ এবং সব শেষে by এর পরে reflexive object ‘herself’ বসাবো। অর্থাৎ reflexive object-কে passive voice-এর subject করে সামনে আনা যাবে না, ওর আগে by বসিয়ে বাক্যের শেষেই বসাতে হবে।
Factative Object
কোনও কোনও Active Voice-এর বাক্যের object-এর অর্থ সম্পূর্ণ করতে objective complement-এর প্রয়োজন হয়, যেমন:
এখানে We হল subject, made হল verb এবং him হল indirect object, কিন্তু president এখানে direct object নয় বরং him এর অর্থকে পরিপূর্ণকারী objective complement. একেই আমরা বলি factative object, এবং voice change করার সময় এই factative object-কে বাক্যের প্রথমে আনতে আমরা পারবো না।
প্রথমে him সামনে এসে He হয়ে যাবে, তারপর was বসবে ( যেহেতু ‘made’ Simple Past Tense এ আছে), তারপর make এর past participle form ‘made’ বসবে, তারপর factative object ‘President’ বসবে এবং সব শেষে by us বসবে
তাহলে তোমারা আজ আরও তিন ধরনের object সম্পর্কে জানলে। লেখার সঙ্গে যে
Quasi-Passive verb-এর voice change
এবারে বলবো Quasi – Passive verb-এর voice change এর কথা। Quasi শব্দের অর্থ হল ‘আংশিক’ বা partly. কিছু কিছু verb আছে যেগুলোর গঠন Active কিন্তু যাদের ব্যবহার Passive- এদের বলা হয় Quasi-passive verb। এদেরও কিন্তু voice change করা যায়।
এখানে verb-টিকে লক্ষ্য করো taste এই verb-টি গঠনে active কিন্তু এর ব্যবহার passive. কারণ মধু যে মিষ্টি সেটা তার স্বাদ না নেওয়া পর্যন্ত বোঝা সম্ভব নয়। অর্থাৎ honey will taste sweet only after it is tasted।
এবারে আলোচনা করবো সেই সমস্ত Active Voice নিয়ে যাদের subject কোনও নির্দিষ্ট ব্যক্তি নয়, সেক্ষেত্রে আর বাক্যের শেষে by এর পরে agent বসানো হয় না।
এখানে someone হল subject, stole হল verb আর my purse হল object. এই বাক্যটিকে active থেকে passive-এ নিয়ে যেতে গেলে প্রথমে। My purse বসাবো, তারপর was, (যেহেতু ‘stole’ simple past tenseএ আছে), তারপর stolen (past participle form of ‘stole’) কিন্তু তারপর আর by someone বসানোর প্রয়োজন নেই।
বিগত সাতটি এবং আজকের ক্লাসে আমি Voice Change সম্পর্কে বিষদে আলোচনা করলাম। আমি চেষ্টা করেছি বিষয়টি খুব সহজ করে বোঝানোর। সঙ্গে Video-ও দেওয়া হয়েছে। আশা রাখছি ছাত্রছাত্রীদের উপকারে লাগবে এই লেখা এবং videoগুলো। তোমরা লেখাগুলো পড়ো এবং video গুলো দ্যাখো, আর তার সঙ্গে আরও বেশি করে voice change প্র্যাকটিস করো।