রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজ আলোচনা করবো IMPERATIVE SENTENCE-এর VOICE CHANGE নিয়ে। তার আগে একটু বলে নিই IMPERATIVE SENTENCE কাকে বলে। IMPERATIVE SENTENCE হল সেই সমস্ত বাক্য যার দ্বারা—
1. ORDER বা আদেশ
2. REQUEST বা অনুরোধ
3. ADVICE বা উপদেশ
4. SUGGESTION বা প্রস্তাব বোঝানো হয়।
এসো দেখি কীভাবে এই ধরনের বাক্যের VOICE CHANGE করা সম্ভব।
প্রথমেই দেখি কোনও ORDER বা আদেশকে কী করে Active থেকে Passive নিয়ে যাওয়া যায়:
eg. Close the door. (Active)

এখানে Close হল verb আর the door হল object। আর যাকে কাজটি করতে বলা হচ্ছে, অর্থাৎ subject, তিনি কিন্তু এখানে উহ্য, অর্থাৎ,তাঁকে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি না কিন্ত তাঁর উপস্থিতি টের পাচ্ছি। এবং বাক্যটির বলার ধরনে আমরা বুঝতে পারছি যে এটি আদেশের সুরে বলা হচ্ছে, তাহলে এই ধরনের বাক্যের voice change আমরা কীভাবে করবো?

প্রথমে আমরা Let বসাবো, তারপর object ‘the door’ বসাবো, তারপর be বসাবো এবং সব শেষে close এর past participle form ‘closed’ বসাবো।

Let the door be closed. (Passive)

এবারে চলো দেখা যাক কীভাবে REQUEST বা অনুরোধকে Active থেকে Passive-এ নিয়ে যেতে হয়
সাধারনত REQUEST বোঝায় যে বাক্যগুলি, তাতে please বা kindly র ব্যবহার হয়ে থাকে। কিন্তু যদি please বা kindly র ব্যবহার না হয়ে থাকে, তখন বাক্যটি পড়ে আমাদের বুঝতে নিতে হবে যে সেটি অনুরোধের সুরে বলা হচ্ছে কি না।
eg: Please give me a glass of water. (Active)

এখানে give হল verb, me “Indirect Object, a glass of water ‘Direct Object’. Request এর ক্ষেত্রে voice change কিন্তু সম্পূর্ণ অন্য ভাবে হবে। প্রথমে You, তারপর be verb ‘are’ (যেহেতু you কে সবসময় plural হিসাবেই ধরা হয়), তারপর request-এর past participle form ‘requested’, তারপর to give ( অর্থাৎ এখানে request কে আমরা main verb করলাম আর give এর আগে to বসিয়ে ওকে Infinitive করে দিলাম), তারপর me এবং শেষে object ‘a glass of water’ বসাতে হবে।

You are requested to give me a glass of water. (Passive)
এবারে এসো দেখি ADVICE বা উপদেশের voice change কি ভাবে করা যায়:
eg: Always speak the truth. (Active)
উপরের বাক্যটি একটি উপদেশ। মনে রেখো এই ধরনের বাক্যের voice change করতে গেলে should ব্যবহার করতে হবে।

এখানে speak হল verb আর the truth হল object. প্রথমে object ‘the truth’-কে সামনে নিয়ে আসতে হবে, তারপর should বসাতে হবে, তারপর always, তারপর be বসাতে হবে এবং শেষে spoken বসাতে হবে।

The truth should always be spoken. (Passive)
সব শেষে আসি প্রস্তাব বা SUGGESTION এর কথায়।
Let us go for a picnic.
Let us go for a movie.

এই ধরনের বাক্যগুলিকে বলে suggestion আর
সাধারণত এই Suggestion গুলোর voice change হয় না।
কিন্তু Suggestion-টি যদি এই রকম হয়:
Let us do the work. (Active)
তাহলে কিন্তু একে আমরা passive এ নিয়ে যেতে পারবো।
এখানে us হচ্ছে subject, do হচ্ছে verb, the work হচ্ছে object।
এক্ষেত্রে আগে Let কে নাবিয়ে আনবো, তারপর the work বসাবো, তারপর be done এবং শেষে by us বসাবো।
Let the work be done by us. (Passive)

তাহলে আমাদের IMPERATIVE SENTENCE-এর Voice Change এখানেই শেষ করছি।

এই ধরনের আরও কিছু উদাহরণ YouTube ভিডিওতে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধে হবে।

Skip to content