রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজকে আমরা সেই সমস্ত প্রশ্নের Voice Change করবো যাদের শুরু Wh-word দিয়ে হয়, যেমন: Who, Which, Whom, Why, When, Where, What এবং How.

eg:
1. Where did you keep the medicines? (Active)
এখানে you হল Subject, did keep হল verb আর the medicines হল object.
এই প্রশ্নটিকে Passive-এ নিয়ে যেতে গেলে আমরা সবার প্রথমে প্রশ্নে যে Wh-word-টি আছে তাকে নাবিয়ে আনবো (এক্ষেত্রে Where)। এখানে আমরা দেখছি ‘did keep’ Simple Past Tense-এ আছে আর Object ‘the medicines’ plural number, অতএব, এবারে আমরা were বসাবো, তারপর Object ‘the medicines’ বসাবো, তারপর keep-এর past participle form ‘kept’ বসাবো, তারপর by you বসিয়ে ‘?’ অবশ্যই দেব।

Where were the medicines kept by you? (Passive)

2. When will he cut the cake? (Active)

এখানে he হল Subject, will cut হল verb আর the cake হলো object.
সবার প্রথমে When-কে নাবিয়ে আনবো। এখানে আমরা দেখছি ‘will cut’ Simple Future Tense-এ আছে, অতএব, When-এর পরে আমরা will বসাবো, তারপর Object ‘the cake’ বসাবো, তারপর be বসাবো, তারপর cut-এর past participle form ‘cut’ বসাবো, তারপর by him বসিয়ে ‘?’ অবশ্যই দেব।

When will the cake be cut by him? (Passive)

3. What has he bought from the market?

এখানে he হল Subject, has bought হল verb, কিন্তু এই বাক্যে কোনও object নেই তার কারণ what দিয়ে যে প্রশ্নটি এখানে করা হয়েছে তার উত্তরটাই তো হবে Object.
এখানে আমরা প্রথমে What-কে নাবিয়ে আনব, তারপর যেহেতু ‘has bought’ Present Perfect Tense-এ আছে তাই আমরা has been বসাবো, তারপর bought বসাবো, তারপর by him from the market বসিয়ে ‘?’ অবশ্যই দেব।

What has been bought by him from the market? (Passive)

4. Who bought this old house? (Active)

আগের প্রশ্নে যেমন object ছিল না, খেয়াল করে দ্যাখো এই প্রশ্নে কিন্তু subject নেই, কারণ প্রশ্নটি হল ‘কে বাড়িটি কিনেছে?’ এক্ষেত্রে যে বাড়িটি কিনেছে, সেই হোল subject, কিন্তু তাকে আমরা প্রশ্নে পাচ্ছি না।
তাহলে এখানে কোনও subject নেই, bought হল verb আর this old house হল object.
এই প্রশ্নটিকে Passive-এ নিয়ে যেতে গেলে আমাদের একটা স্পেশাল নিয়ম মনে রাখতে হবে: প্রথমে Who কে আমরা By whom করে নাবিয়ে আনবো। তারপর আমরা দেখছি ‘bought’ Simple Past Tense-এ আছে আর Object ‘this old house’ singular number, অতএব, এবারে আমরা was বসাবো, তারপর Object ‘this old house’ বসাবো, তারপর buy-এর past participle form ‘bought’ বসিয়ে ‘?’ অবশ্যই দেবো।

By whom was this old house bought? (Passive)

5. Whom did he call? (Active)

আগের উদাহরণে Who ছিল বলে By whom হয়েছিলো, কিন্তু এই উদাহরণে Whom আছে, আর এইটা পাল্টে Who হয়ে যাবে। এখানে he হল Subject, did call হল verb আর যেহেতু whom এর উত্তরটাই indirect object (অর্থাৎ ‘কাকে ডেকেছিল’), তাই এখানে আমরা object পাচ্ছি না।
এই প্রশ্নটিকে Passive-এ নিয়ে যেতে গেলে আমরা সবার প্রথমে Whom-এর পরিবর্তে Who বসাবো। এখানে ‘did call’ Simple Past Tense-এ আছে, অতএব, Who এর পরে আমরা was বসাবো, তারপর call-এর past participle form ‘called’ বসাবো, তারপর by him বসিয়ে ‘?’ অবশ্যই দেব।

Who was called by him? (Passive)

5. Which flower will you take? (Active)
ভালো করে লক্ষ্য করো Which দিয়ে কোনও প্রশ্ন শুরু হলে object কিন্তু সবসময় which-এর ঠিক পরেই বসে, এক্ষেত্রে flower হচ্ছে object এবং সেটা Which-এর ঠিক পরেই আছে, you হচ্ছে subject আর will take হচ্ছে verb. এই প্রশ্নটিকে passive-এ নিয়ে যেতে গেলে প্রথমে Which flower-কে একসঙ্গেই নাবিয়ে আনতে হবে, will take ‘Simple Future Tenseএ’ আছে তাই will be taken হয়ে যাবে এবং by you বসবে।

Which flower will be taken by you? (Passive)

আরও কিছু উদাহরণ YouTube ভিডিওতে দেওয়া আছে তোমাদের জন্য। ভিডিওর link লেখার সঙ্গেই দেওয়া আছে। সবাই আগে মন দিয়ে লেখাটা পড়ো, তারপর Video-টা দ্যাখো।
আজ আমরা Interrogative Sentence-এর Voice Change শেষ করলাম। এর পরের দিন আমরা Imperative Sentence-এর Voice Change নিয়ে আলোচনা করবো।

Skip to content