রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

আজ আমরা সরাসরি শুরু করব VOICE CHANGE. যে কোনও বাক্যের প্রধান উপাদান হল ক্রিয়াপদ বা VERB, আর যিনি সেই ক্রিয়া বা কাজটি করেন তাঁকে আমরা বলি কর্তা বা SUBJECT. SUBJECT-র এই কাজের প্রকাশের ভঙ্গিকেই বলে VOICE বা বাচ্য। VOICE দুই রকমের হয়:
ধরো তুমি হচ্ছ Subject, তুমি যখন নিজে কোনও কাজ করছ, তখন সেটা ACTIVE VOICE. কিন্তু যখন কাজটি তোমাকে দিয়ে করানো হচ্ছে, তখন সেটা PASSIVE VOICE এবং সেটা বোঝাতে আমরা by ব্যবহার করি।
Subject এবং verb ছাড়া voice change করতে গেলে তৃতীয় যে জিনিসটি দরকার তা হল OBJECT. মনে রেখো Voice Change সঠিকভাবে করতে গেলে প্রথমেই sentence-এর subject, verb এবং object খুঁজে, তাদের তলায় ‘S’, ‘V’ এবং ‘O’ অবশ্যই লিখতে হবে। আগের লেখায় তোমরা জেনেছো Active Voice-এর বাক্যটির verb সম্পর্কে ‘কী’ প্রশ্ন করলে যে উত্তরটি পাবে সেটিই হল ওই verb-এর object বা Direct Object.
এখানে ‘write’ verb সম্পর্কে ‘কি’ প্রশ্ন করো—আমি ‘কী’ লিখি?—উত্তর হবে ‘a book’—অর্থাৎ ‘a book’ হল ‘write’ verb-এর object. এবারে আমরা নীচের ফরমুলা অনুসারে এই বাক্যটির voice change করব—
প্রথমে আমরা object-কে সামনে নিয়ে এলাম, তারপর object-এর number (অর্থাৎ Singular না Plural) এবং Active Voice-এর verb-এর tense অনুযায়ী যথাযথ be verb বসালাম (এক্ষেত্রে object ‘book’ singular এবং ‘write’ verbটি Simple Present Tense-এ আছে, তাই ‘is’ বসালাম), তারপর ‘write’ verb-এর past participle form ‘written’ বসালাম, তারপর by বসালাম এবং সব শেষে৷ subject I-কে পালটে me বসালাম।
এখানেও প্রথমে আমরা objec-কে সামনে নিয়ে এলাম, তারপর object-এর number (অর্থাৎ Singular না Plural) এবং Active Voice-এর verb-এর tense অনুযায়ী যথাযথ be verb বসালাম (এক্ষেত্রে object ‘flowers’ plural এবং ‘cuts’ verbটি Simple Present Tense-এ আছে, তাই ‘are’ বসালাম), তারপর ‘cuts’ verb-এর past participle form ‘cut’ বসালাম, তারপর by বসালাম এবং সব শেষে৷ subject He-কে পালটে him বসালাম।
এবারে আসি Ditransitive Verb-এর ক্ষেত্রে কীভাবে Voice Change হয় সেই বিষয়ে—
আগের আলোচনায় বুঝিয়ে দিয়েছি যে কোনও কোনও বাক্যে verb-এর দুটো Object থাকতে পারে—Direct এবং Indirect। Direct Object এবং Indirect Object দুটোই কীভাবে বের করতে হয় সেটাও বলেছি।

Eg. 3:- I write father a letter.

এখানে ‘write’ verb সম্পর্কে ‘কাকে’ প্রশ্ন করো—অর্থাৎ আমি ‘কাকে’ লিখি? —উত্তর হবে ‘father’—তাহলে ‘father’ হল তোমার Indirect Object; এবং ‘write’ verb সম্পর্কে ‘কি’ প্রশ্ন করো—অর্থাৎ আমি ‘কি’ লিখি?—উত্তর হবে ‘letter’ —তাহলে ‘letter’ হল তোমার Direct Object;
বাক্যে দুটো Object থাকলে, দুটো Object দিয়েই আলাদা ভাবে Voice Change করা যায়।
প্রথমে আমরা Indirect object ‘father’-কে সামনে নিয়ে এলাম, তারপর object-এর number (অর্থাৎ Singular না Plural) এবং Active Voice-এর verb-এর tense অনুযায়ী যথাযথ be verb বসালাম (এক্ষেত্রে object ‘father’ singular এবং ‘write’ verbটি Simple Present Tense-এ আছে, তাই ‘is’ বসালাম), তারপর ‘write’ verb-এর past participle form ‘written’ বসালাম, তারপর Direct object ‘a letter’-কে নাবিয়ে আনলাম, তারপর by বসালাম,এবং সব শেষে subject I-কে পালটে me বসালাম।
এবারে আমরা Direct object ‘a letter’-কে সামনে নিয়ে এলাম, তারপর object-এর number (অর্থাৎ Singular না Plural) এবং Active Voice-এর verbএর tense অনুযায়ী যথাযথ be verb বসালাম (এক্ষেত্রে object ‘a letter’ singular এবং ‘write’ verbটি Simple Present Tense-এ আছে, তাই ‘is’ বসালাম), তারপর ‘write’ verb-এর past participle form ‘written’ বসালাম, তারপর to বসালাম, তারপর Indirect object ‘father’-কে নাবিয়ে আনলাম, তারপর by বসালাম এবং সব শেষ subject I-কে পালটে me বসালাম।
অবশ্যই মনে রেখো, যখন আমরা Direct object দিয়ে Voice Change করছি তখন Passive Voice-এ Indirect Object-র আগে to বসাচ্ছি ( to father)।

আজ এই পর্যন্তই থাক। এই লেখাটির সঙ্গে একটি ভিডিও লিংক দেওয়া থাকল যাতে তোমরা আরও স্পষ্ট করে বিষয়টি বুঝতে পারো। মন দিয়ে ভিডিওটি দেখো পরের দিন আমরা বিভিন্ন Tense-এর কীভাবে voice change হয়, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব।

Skip to content