রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

‘দেখছি, লিখছি কিন্তু বলছি না’— এই বিষয়ের আজ চতুর্থ পর্ব। কিন্তু আজ কোনও ‘silent letter’ নিয়ে আলোচনা করছি না। আগের ক্লাস যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ ‘HOMOPHONES’, আজও সেখান থেকেই শুরু করবো।
● Sent Cot — পাঠানো হয়েছিল / হয়েছে
●Scent Cot — সুগন্ধি

● Cot — বাচ্চাদের খাট
● Caught Cot — ধরেছিল / ধরেছে

● Hill Cot — ছোট পাহাড়
● Heal Cot — সেরে ওঠা

● Still Cot — স্থির হয়ে থাকা/ এখনও / তথাপি
● Steal Cot — চুরি

● Sheep Cot — ভেড়া
● Ship Cot — জাহাজ

● Peak Cot — পর্বতের চূড়া
● Peek Cot — উঁকি দিয়ে দেখা
● Dear Cot — প্রিয়/ মূল্যবান
● Deer Cot — হরিণ

● Soul Cot— আত্মা
● Sole Cot — একমাত্র / জুতোর তলার অংশ

● Hole Cot — ফুটো/ গর্ত
● Whole Cot — পুরো

● Foul Cot — নোংরা / দুর্গন্ধযুক্ত / অশ্লীল
● Fowl Cot — মোরগ

নীচের YouTube ভিডিয়োতে এরকম আরও কিছু উদাহরণ দেওয়া আছে। সবাই দেখে নিও। অনেক ‘stock of word’ বাড়বে তোমাদের।
এই লেখাটা লিখতে গিয়ে, হঠাৎ আজকের তারিখটা চোখে পড়লো। মনে পড়ে গেল আর দু’দিন পরেই তো আমাদের, অর্থাৎ সমস্ত ভারতীয়দের, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। স্বাধীনতা দিবস। আর এই বছর আমরা ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। অতএব, এই দিনটি আমাদের কাছে খুবই গর্বের এবং আনন্দের। দিনটি সম্পর্কে আমরা খুব ছোট্ট করে কয়েকটি বাক্য ইংরেজিতে কীভাবে বলবো সেটাও আলোচনা করে দিয়েছি YouTube ভিডিয়োতে। সবাই YouTube ভিডিয়োর link-এ click করে দ্যাখো। আমার দেওয়া বাক্যগুলির সঙ্গে তোমরা নিজেদের মতো করে আরও কিছু বাক্য যোগ করতে পারো। সবাইকে ৭৫তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা রইলো।

Skip to content