রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

 

আজ আলোচনা শুরু করবো কোন কোন শব্দে ‘p’ এর উচ্চারণ হয় না তাই দিয়ে।

Psychology — সাইকোলজি
Pneumonia — নিউমোনিয়া
Psychiatry — সায়কায়ট্রি
Pseudo — সিউডো
Psychosis — সাইকোসিস
Receipt — রিসিট
 

এবার আমরা দেখবো কোন কোন শব্দে ‘n’ এর উচ্চারণ হয় না।

Autumn — অটম
Solemn — সলেম
Condemn — কনডেম
Hymn — হিম
 

এবারে চলো দেখি কোন কোন শব্দে ‘s’ এর উচ্চারণ হয় না।

Island — আয়ল্যান্ড
Debris — ডেব্রি
Aisle — আইল

 

এবারে দেখবো কোন কোন শব্দে ‘w’ এর উচ্চারণ হয় না।

Wrist — রিস্ট (কবজি)
Wrangle — র‍্যাংগেল (ঝগড়া)
Wrack — র‍্যাক (ধ্বংস)
Wrath — রথ (প্রচন্ড ক্রোধ)
Wrinkle — রিঙ্কেল্ (কুঁচকে যাওয়া চামড়া)

 

শুধু এই শব্দগুলোর অর্থ লিখে দিলাম কারণ এই শব্দগুলো YouTube video link-এ দেওয়া video-তে নেই।

আপাতত ‘silent letters’-এর থেকে একটু বিরতি নিচ্ছি। আবার পরের ক্লাসে এটার আরও কিছু উদাহরণ দেবো।
 

এখন একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করি, এসো।

taste/ test

উপরে লেখা দুটি শব্দের উচ্চারণ এক বটে কিন্তু তাদের বানান এবং অর্থ সম্পূর্ণ আলাদা। ‘Taste’ মানে স্বাদ এবং ‘Test’ মানে পরীক্ষা। অর্থাৎ এই শব্দ দুটি সমচ্চারিত কিন্তু ভিন্নার্থক। এদেরকে আমরা ইংরেজিতে বলি ‘Homophones’।

নিচে কিছু উদাহরণ দিলাম
Heart — হৃদয়
Hart — পুরুষ হরিণ

Him — তাকে
Hymn — স্তব

Role – ভূমিকা
Roll — গড়াগড়ি দেওয়া / গোটানো

Die — প্রাণ হারানো
Dye — রাঙিয়ে দেওয়া

Due — বাকি
Dew — শিশির

Pill – ট্যাবলেট
Peel – খোসা/খোসা ছাড়ানো

Lose — হারিয়ে ফেলা
Loose — আলগা

কি? বেশ মজার না বিষয়টা? YouTube video link-এ এরকম আরও কিছু উদাহরণ দেওয়া আছে।

পরের ক্লাসে আরও কিছু মজার উদাহরণ দেবো। তোমরাও চেষ্টা করতে পারো আরও ‘Homophones’ খুঁজে বের করার।


Skip to content