ছবি প্রতীকী
আজ আলোচনা শুরু করবো কোন কোন শব্দে ‘p’ এর উচ্চারণ হয় না তাই দিয়ে।
এবার আমরা দেখবো কোন কোন শব্দে ‘n’ এর উচ্চারণ হয় না।
এবারে চলো দেখি কোন কোন শব্দে ‘s’ এর উচ্চারণ হয় না।
এবারে দেখবো কোন কোন শব্দে ‘w’ এর উচ্চারণ হয় না।
শুধু এই শব্দগুলোর অর্থ লিখে দিলাম কারণ এই শব্দগুলো YouTube video link -এ দেওয়া video-তে নেই।
আপাতত ‘silent letters’-এর থেকে একটু বিরতি নিচ্ছি। আবার পরের ক্লাসে এটার আরও কিছু উদাহরণ দেবো।
এখন একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করি, এসো।
উপরে লেখা দুটি শব্দের উচ্চারণ এক বটে কিন্তু তাদের বানান এবং অর্থ সম্পূর্ণ আলাদা। ‘Taste’ মানে স্বাদ এবং ‘Test’ মানে পরীক্ষা। অর্থাৎ এই শব্দ দুটি সমচ্চারিত কিন্তু ভিন্নার্থক। এদেরকে আমরা ইংরেজিতে বলি ‘Homophones’।
কি? বেশ মজার না বিষয়টা?
পরের ক্লাসে আরও কিছু মজার উদাহরণ দেবো। তোমরাও চেষ্টা করতে পারো আরও ‘Homophones’ খুঁজে বের করার।