বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজকের বিষয় হল PREFIX আর SUFFIX. Prefix হল কয়েকটি অক্ষরের সমষ্টি যা কিছু শব্দের আগে বসে শব্দটির Opposite বা বিপরীত অর্থ তৈরি করে।
eg: un-, im-, il-, ir-, in-, dis-, mis-
প্রত্যেকটির কিছু উদাহরণ দেখে নিই আমরা।
 

শুরু করি UN- দিয়ে

KIND — UNKIND
MARRIED — UNMARRIED
DONE — UNDONE
DO — UNDO
LUCKY — UNLUCKY
SUCCESSFUL — UNSUCCESSFUL
WANTED — UNWANTED
AWARE — UNAWARE
NECESSARY — UNNECESSARY
IMPORTANT — UNIMPORTANT
JUST — UNJUST
COMMON – UNCOMMON
HAPPY — UNHAPPY
COMFORTABLE — UNCOMFORTABLE
ABLE — UNABLE
HEALTHY — UNHEALTHY
INTERESTING — UNINTERESTING
FAITHFUL — UNFAITHFUL
INTELLIGENT — UNINTELLIGENT
HYGENIC — UNHYGENIC
COVER — UNCOVER
FORTUNATE — UNFORTUNATE
REASONABLE — UNREASONABLE
CULTURED — UNCULTURED

 

এবারে দেখি IM- Prefix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

PERFECT — IMPERFECT
PROPER — IMPROPER
MORAL — IMMORAL
MATURE — IMMATURE
BALANCE — IMBALANCE
 

এর পরের Prefix IL-

LEGAL — ILLEGAL
LEGITIMATE — ILLEGITIMATE
LITERATE — ILLITERATE
LEGIBLE — ILLEGIBLE

 

এবারে দেখবো IN- Prefix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

DECENT — INDECENT
JUSTICE — INJUSTICE
FAMOUS — INFAMOUS
 

এর পরে দেখ IR- Prefix দিয়ে দুটো শব্দ তৈরি হয়।

REGULAR — IRREGULAR
RESPONSIBLE — IRRESPONSIBLE
 

এবারে দেখবো DIS- Prefix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

RESPECT — DISRESPECT
REGARD — DISREGARD
APPEAR — DISAPPEAR
QUALIFY — DISQUALIFY
ADVANTAGE — DISADVANTAGE
HONOUR — DISHONOUR
ALLOW — DISALLOW

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ

কলকাতায় পারদ ১৫ ডিগ্রির ঘরে! চলতি মরসুমের শীতলতম দিন! তাপমাত্রা আরও কমবে?

 

এবারে দেখবো MIS – Prefix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

PRONOUNCE — MISPRONOUNCE
SPELL — MISSPELL
TRUST — MISTRUST
MANAGE — MISMANAGE
JUDGE — MISJUDGE

Prefix এর বিষয়টি আশা করছি খানিকটা বুঝতে পেরেছো তোমরা। এবারে আসছি Suffix-এ। Suffix হল কয়েকটি অক্ষরের সমষ্টি যা কিছু শব্দের পরে বসে এবং সেই শব্দের কাজটি পাল্টে দেয়। কীভাবে এসো দেখি।
eg: -ion, -ly, -ful, -less, -able

প্রথমেই বলি, -ion Suffix– এর কথা। সাধারণত এই Suffix কোনও Adjective বা Verb-এর সাথে যুক্ত হয়ে সেই শব্দটির Noun form তৈরি করে।
eg:
Perfect (Adjective) — Perfection (Noun)
Correct (Adjective) — Correction (Noun)
Collect (Verb) — Collection (Verb)
Select (Verb) — Selection (Verb)

আরও পড়ুন:

ধারাবাহিক উপন্যাস, পর্ব-৪৬: বসুন্ধরা এবং…

বাইরে দূরে: অযোধ্যা— প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১

 

এর পরে আসি -ly Suffix-এর কথায়।

সাধারণত এই Suffix Adjective এর সাথে যুক্ত হয়ে Adverb তৈরি করে।
eg:
Happy (Adjective) – Happily (Adbverb)
Quick (Adjective) — Quickly (Adverb)
Glad (Adjective) — Gladly (Adverb) Slow (Adjective) – Slowly (Adverb)
Fortunate (Adjective) — Fortunately (Adverb)
 

এবারে দেখবো – ful Suffix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

সাধারণত এই Suffix Noun এর সঙ্গে যুক্ত হয়ে Adjective তৈরি করে।
eg:
Care (Noun) — Careful (Adjective)
Beauty (Noun) — Beautiful (Adjective)
Power (Noun) — Powerful (Adjective)
Use (Noun) — Useful (Adjective)

আরও পড়ুন:

রাজ্যের কোনও মন্দিরেই আর মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, নির্দেশ মাদ্রাজ হাই কোর্টের

সাজকাহন: স্টাইলিশ শাড়ি পরার হরেক কায়দা আছে, কিন্তু এ ভাবে শাড়ি পরা যায়, জানতেন?

 

এবারে দেখবো – less Suffix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

এই Suffix ও Noun এর সঙ্গে যুক্ত হয়ে Adjective তৈরি করে।
eg:
Care (Noun) — Careless(Adjective)
Use (Noun) — Useless (Adjective)
Power (Noun) — Powerless (Adjective)
Motion (Noun) — Motionless (Adjective)
 

এবারে দেখবো -able Suffix দিয়ে কী কী শব্দ তৈরি হয়।

এই Suffix ও Noun এর সঙ্গে যুক্ত হয়ে Adjective তৈরি করে।
Comfort (Noun) — Comfortable (Adjective)
Use (Noun) — Usable (Adjective)
Fashion (Noun) — Fashionable (Adjective)
Respect (Noun) — Respectable (Adjective)
Sustain (Noun) — Sustainable (Adjective)

আশা করছি লেখার সঙ্গে দেওয়া YouTube video linkটি দেখলে তোমাদের এই বিষয়ে ধারণাটি আরও স্পষ্ট হবে।


Skip to content