শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রস্তুতি চলছে জোরকদমে। ছবি: সংগৃহীত।

উচ্চমাধ্যমিক পরীক্ষার আর মাত্র তিন সপ্তাহ বাকি। আমি নিশ্চিত তোমাদের সক্কলের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। তোমাদের আত্মবিশ্বাসকে আরও একটু বাড়িয়ে দেওয়ায় জন্যই এই ক্লাস। এবারের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলি সেটা নিয়েই আজকের আলোচনা।
প্রথমেই বলে রাখি উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষায় ভালো ফল করতে গেলে তোমাদের টেক্সট বইয়ের চারটি Prose এবং চারটি Poem এবং একটি DramaMultiple Choice Questions এবং Short Answer Questions-এর উত্তর লিখতে সুবিধে হবে বলে বলছি না।
তোমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্নগুলি দ্যাখো তাহলে বুঝবে যে Broad Answer Questionsগুলো কিন্তু আজকাল বেশিরভাগই Part question-এর মতো আসে এবং সেক্ষেত্রে টেক্সট ভালো করে পড়া না থাকলে উত্তর লিখতে কিন্তু অসুবিধে হবে। তাই টেক্সট অবশ্যই ভালো করে পড়তে হবে।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: ডার্ক চকোলেট হার্টের অসুখ-সহ নানা রোগের দাওয়াই, কতটা খাবেন, কেন?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৭: যত কাশি, তত কাফ সিরাপ?

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৭: ঈশ্বরের ভালোবাসার সমুদ্রে ডুব দিলে তবেই ভক্তিরূপ মুক্তো খুঁজে পাওয়া সম্ভব

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৬: বাড়িতে ঢুকে জুতো মজা দস্তানা খুলে প্রথমেই দেখলাম ‘ফ্রস্টবাইট’ হয়ে গিয়েছে কিনা!

Prose, Poem এবং Drama থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই বিষয়ে YouTube Videoতে বিশদে আলোচনা করেছি। এছাড়াও Writing এর প্রস্তুতি সম্পর্কেও এই YouTube Video তে বলা আছে। ভিডিয়োটি ভালো করে দ্যাখো। আশা করছি তোমরা উপকৃত হবে। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর

Skip to content