রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

আজকের বিষয় হল ‘One word expressions’ বা ‘এক কথায় প্রকাশ’। এমন অনেক শব্দ আছে যেগুলো এক কথায় একটি পূর্ণ বাক্যের অর্থকে প্রকাশ করে, যেমন, ‘a person who loves music’, এতগুলো কথা না বলে শুধু ‘melophile’ বললেই ‘সংগীত অনুরাগী’ বুঝিয়ে দেওয়া যায়। একেই বলে ‘One word expressions’।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: চলুন আজ পুজো নিয়ে মজার ছলে কিছু শব্দ শিখে নিই

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

ত্বকের পরিচর্যায়: উৎসবের মরসুমে চাই ত্বকের বিশেষ যত্ন? কী কী মেনে চলবেন? রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

 

এবার এর কিছু উদাহরণ দেখি

PATRIOT – One who loves his country (দেশপ্রেমিক)

ANARCHY – Absence of government (নৈরাজ্য)

ATHEIST – One who does not believe in god (নাস্তিক)

THEIST – One who believes in god (যিনি ঈশ্বরে বিশ্বাস করেন)

MONOTHEIST – One who believes in single god (যিনি এক ঈশ্বরে বিশ্বাস করেন)

POLYTHEIST – One who believes in many gods (যিনি অনেক ঈশ্বরে বিশ্বাস করেন)

HYDROPHOBIA – Fear of water (জলে ভয় পাওয়া)

AEROPHOBIA – Fear of height (উচ্চতায় ভয় পাওয়া)

OPHIOPHOBIA- Fear of snakes (সাপে ভয় পাওয়া)

ALMA MATER – The school or college one attends (যে স্কুল বা কলেজ থেকে একজন পাশ করেছে)

লেখার সঙ্গে দেওয়া YouTube লিঙ্কে আরও নতুন উদাহরণ দেওয়া আছে। আশা করছি তোমাদের কাজে লাগবে।

Skip to content