বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে ইতিহাসের প্রশ্নে ভুল। এবার সেই ভুলের জন্য কলকাতা হাই কোর্ট পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ দিল। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁর নির্দেশে বলেছেন, সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে প্রশ্ন ভুল ছিল। তাই মামলাকারীদের ওই নম্বর দিতে হবে কমিশনকে। কলকাতা হাই কোর্টের এই নির্দেশের জন্য নিয়োগ-পরীক্ষায় পরীক্ষার্থীর নম্বর বাড়বে। উল্লেখ্য, বেশ কিছু প্রশ্নের উত্তরের বিকল্পও ঠিক ছিল না। ফলে যে পরীক্ষার্থীরা সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন, তাদেরও নম্বর দেওয়া হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। ২০১৬ সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগে ইতিহাসের প্রশ্ন ভুল ছিল এই দাবিতে কলকাতা হাই কোর্টে নবম-দশমে ২০ জন এবং একাদশ-দ্বাদশে দু’জন পরীক্ষার্থী মামলা দায়ের করেন। স্কুল সার্ভিস কমিশন-এর আইনজীবী মামলাকারীদের দাবিকে মেনে নিলে হাই কোর্ট নম্বর দেওয়ার নির্দেশ দেয়।

Skip to content