সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নভেম্বরের মধ্যে এই ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। এখনও পর্যন্ত মোট ৩৫ হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রাপক পড়ুয়ারা ঋণও পেয়েছেন। শুক্রবার রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ একাধিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত কথাও বলেছেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সেপ্টেম্বর থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। এই সময় আবেদনকারী ছাত্রছাত্রীরা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে ঋণ পেতে তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ পারে তা নিশ্চিত করতে আলোচনা হয় বৈঠকে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী নভেম্বরের মধ্যে ১৫ হাজার নতুন ক্রেডিট কার্ড দেওয়ার পাশাপাশি বকেয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলি নিয়েও ব্যাংকগুলির সঙ্গে আলোচনা হয়। সেই সঙ্গে মঞ্জুর না হওয়া এবং ঝুলে থাকা আবেদনগুলি অডিট করার জন্য ব্যাংকগুলিকে অভ্যন্তরীণ কমিটি তৈরিরও পরামর্শ দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোর কথাও তোলা হয়েছে এই বৈঠকে।
আরও পড়ুন:

এ বার গার্ডেনরিচ, ব্যবসায়ীর বাড়িতে খাটের তলায় রাখা বান্ডিল বান্ডিল ৫০০ ও ২০০০ নোট গুনতে যন্ত্র আনছে ইডি

লতাজি তাঁর সোনার পায়েল খুলে আমার পায়ে পরিয়ে দিলেন নিজের হাতে

সম্প্রতি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবস উপলক্ষে সরকার আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট কার্ডের উপযোগিতার কথা তুলে ধরেন। তাঁর কথায়, এই কার্ড থাকলে ১০ লক্ষ টাকা পর্যন্ত উচ্চশিক্ষার জন্য ঋণ পেতে পারে পড়ুয়ারা। উল্লেখ্য, উচ্চশিক্ষার স্বার্থে রাজ্য সরকার পড়ুয়াদের জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা করেছে। তপশিলী জাতি-উপজাতি থেকে সাধারণ পড়ুয়া, সবার জন্য এই আর্থিক বৃত্তির ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সমস্যা হচ্ছে, নবান্ন জামিনদার হওয়ার পরও ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতে টালবাহানা করছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্যার সমাধানে ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে নবান্ন।

Skip to content