ছবি: প্রতীকী।
তীব্র দাবদাহের জন্যে সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। রবিবার একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন। সেই মতো বিকাশ ভবন নির্দেশিকাও জারি করেছে। নির্দেশে জানা গিয়েছে, আপাতত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান চলতি সপ্তাহে ছুটি থাকবে। অধ্যক্ষ এবং উপাচার্যদের সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। যদিও দার্জিলিং এবং কালিম্পং, এই দুই পাহাড়ি জেলায় বন্ধ থাকছে না শিক্ষা প্রতিষ্ঠান।
বিকাশ ভবন রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্যে তাপপ্রবাহের জন্যে আগামী ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য রাজ্যের সব সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। যদিও বিকাশ ভবন এও জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া অবধি স্কুল বন্ধই থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পঙে স্কুল খোলাই থাকবে।
আরও পড়ুন:
প্রচণ্ড তাপপ্রবাহে সোমবার থেকে রাজ্যে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি, নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাত বাড়ালেই বনৌষধি: গরমে রক্ষাকবচ ‘টম্যাটো’
এই সময়ে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও ছুটি থাকবে। তবে স্কুল খুলে গেলে পড়ুয়াদের স্বার্থে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। খেয়াল রাখতে হবে পড়ুয়াদের পড়াশোনার যেন কোনও ক্ষতি না হয়। ছুটির জন্য পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, শিক্ষক, অশিক্ষক কর্মীদের সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ নিয়ে বিকাশ ভবনও স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:
চলো যাই ঘুরে আসি: হাতির সঙ্গে কুমিরের তুমুল লড়াই, শেষমেশ জিতল কে? দেখুন ভিডিয়ো
বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে
রবিবার এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘সরকারি ও বেসরকারি স্কুলে সোমবার থেকে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি—সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।’’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হচ্ছেই। তবে বেসরকারি স্কুলগুলিও যাতে একই ভাবে ছুটি ঘোষণা করে, তার জন্য তিনি অনুরোধ করছেন। বেসরকারি স্কুলগুলি স্বশাসিত, সে-কারণে মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছেন।