শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

স্বাস্থ্য কমিশনের মতো শিক্ষা কমিশন গড়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বেসরকারি স্কুল নিয়ে অভিভাবকদের অভিযোগের সুরাহা দিতেই শিক্ষা কমিশন তৈরির কথা ভাবা হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে এমনই ইঙ্গিত দিয়েছিলেন।
জানা গিয়েছে, রাজ্য সরকার জুলাই মাসেই শিক্ষা কমিশন গড়ার ঘোষণা করতে পারে। এই কমিশনের মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। রাজ্য সরকার মনোনীত শিক্ষা বিষয়ক প্রতিনিধিরাও এই কমিশনে থাকবেন। শিক্ষা কমিশন গঠনের এ-ব্যাপারে রাজ্য মন্ত্রিসভা অনুমোদনও দিয়েছে।
বিকাশ ভবন সূত্রে খবর, কয়েক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে। স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিকের বক্তব্য, অভিভাবকরা বেসরকারি স্কুলে ভালো শিক্ষা পাওয়ার আশায় ভর্তি করেন। কিন্তু, বেসরকারি স্কুলগুলিতে দিনের পর দিন পড়াশোনার খরচ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে শিক্ষা কমিশন গঠন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।
ওই তিনি এও বলেন, সরকার বেসরকারি স্কুলকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে না। তবে, স্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ নিয়ে স্বাস্থ্য কমিশন যেমন কাজ করে, শিক্ষা কমিশনও আমজনতার স্বার্থে শিক্ষা সংক্রান্ত অভিযোগের সমাধান করবে। শিক্ষা কমিশন গঠনের কথা আগেই ঘোষণা করা হয়েছিল, এবার তার বাস্তবায়ন হতে চলেছে।

Skip to content