মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

এ বার উচ্চ মাধ্যমিক বোর্ডের স্কুলগুলিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে আরও দু’টি বিষয় পড়ানো হবে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা চলতি শিক্ষাবর্ষ থেকেই ‘ডেটা সায়েন্স’ এবং ‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স’ বিষয় দু’টি নিয়ে পড়তে পারবে। যে সব স্কুল ‘ডেটা সায়েন্স’ এবং ‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স’ পড়াতে চায়, তাদের পর্ষদের কাছে ২ মে থেকে ৩০ জুনের মধ্যে আবেদন করতে হবে।
মঙ্গলবার ওই বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, নতুন বিষয় দুটি সব স্কুলে পড়ানো যাবে না। কিছু শর্ত আছে, সেই সব শর্ত পালন করলে তবেই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ‘ডেটা সায়েন্স’ এবং ‘আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স’ পড়ানোর জন্য স্কুলগুলি আবেদন করতে পারবে।
আরও পড়ুন:

বুধবার থেকে ফের চড়বে তাপমাত্রা, কতটা বাড়বে গরম? বৃষ্টি হবে!

তীব্র গরমে শরীরে জলের অভাব হলেই বিপদ! কোন কোন উপসর্গে বুঝবেন আপনার জল খাওয়া কম হচ্ছে

কী কী শর্ত পূরণ করতে হবে? স্কুলে কম্পিউটার সায়েন্স পড়ানো হয়। ওই বিষয় পড়ানোর জন্য ল্যাবরেটরি থাকতে হবে।কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তিতে বিএসসি, বিই বা বিটেক নয়তো স্নাতকোত্তর পাশ স্থায়ী শিক্ষক থাকতে হবে। নয়তো রসায়ন, পদার্থবিদ্যা বা গণিতে স্নাতক ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সে প্রশিক্ষণ নিয়েছেন এমন স্থায়ী শিক্ষক থাকা দরকার। এমনকি, ওই শিক্ষককে পাইথন প্রোগ্রামিং জানতে হবে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬০: রাতদুপুরে বিপন্নকে বাঁচাতে হাটখোলার পাট আড়তের টাকা এসেছিল জোড়াসাঁকোয়

রোজ প্রাতরাশে ডিমের সঙ্গে কলা খাচ্ছেন? এর ফলে কী হচ্ছে জানেন

এই সব শর্ত পূরণ হলে স্কুলগুলি আবেদন করতে পারবে পর্ষদের কাছে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, পর্ষদ শিক্ষকদের জন্য ১০ দিনের একটি প্রশিক্ষণের আয়োজন করবে। প্রশিক্ষণ হবে জুন বা জুলাই মাসে। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

Skip to content