সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

প্রাথমিক টেটের জন্য প্রার্থীদের যোগ্যতামানে নিয়মে ফের বদল আনল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা ২০১০ সালে ২৩ আগস্টের আগে স্নাতক এবং বিএড পাশ করেছেন, প্রাথমিক টেটের জন্য তাঁরা যোগ্যতায় ছাড় পাবেন। নতুন নিয়মে টেটের জন্য পরীক্ষার্থীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বরের দরকার নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ সালের ২৩ আগস্টের আগে যাঁরা স্নাতক এবং বিএড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এরকম জেনারেল প্রার্থীরা স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পেলেই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আর সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর থাকলে চলতি বছরের টেটে অংশ নিতে পারবেন। তবে টেটে অংশ নেওয়ার জন্য আর যে সব যোগ্যতা প্রয়োজন তাও প্রার্থীর থাকতে হবে। নতুন নিয়ম চলতি বছর থেকেই কার্যকর হবে। এই নিয়ে মোট তিন বার টেট পরীক্ষার্থীদের যোগ্যতামানে পরিবর্তন করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর টেট হতে চলেছে। বৃহস্পতিবারই আবেদনের শেষদিন। মোট ১৫০ নম্বরের এই পরীক্ষা বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত টেট পরীক্ষা চলবে।

Skip to content