শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

এ বারেও উচ্চ মাধ্যমিকে পাশের হারে পূর্ব মেদিনীপুর। তবে কলকাতা রয়েছে দশম স্থানে। প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, দ্বিতীয় স্থানে দু’জন। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। এবার উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন। গতবছর ছিল ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।

তবে শুধু শুভ্রাংশুই নন, এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়াতেই ছয়লাপ। প্রথম দশে শুধু ওই স্কুলের ৯ পড়ুয়া। এই চোখধাঁধানো ফল করে সকলে তাক লাগিয়ে দিয়েছেন।
উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫, দ্বিতীয় । তৃতীয় হয়েছেন ৪ জন। এঁরা হলেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস এবং বালুরঘাটের শ্রেয়া মল্লিক। ৪ জনের প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ হয়েছেন বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩।
আরও পড়ুন:

বিশ্ব জুড়ে আরও ‘ভয়ঙ্কর’ অতিমারি আছড়ে পড়তে চলেছে! ‘চূড়ান্ত প্রস্তুত থাকুন’, এমনই বার্তা দিলেন হু প্রধান

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২১: ক্যানসার মানেই মৃত্যু?

মহাকাব্যের কথকতা, পর্ব-১২: সিদ্ধাশ্রমে সাফল্য, বিশ্বামিত্রের বংশবর্ণনা এবং নদীকথায় কীসের ইঙ্গিত?

এ বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ, চলেছে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষার ফল প্রকাশিত হল প্রায় দু’মাসের মাথায়। এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিলেন। এ বার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আর এই প্রথমবার মার্কশিটে কিউআর (QR) কোড ব্যবহার করা হয়েছে।

২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। আগামী বছর ২০২৪ এর উচ্চ মাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি – শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়- দুপুর ১২ থেকে ৩.১৫ পর্যন্ত

Skip to content