শনিবার ৯ নভেম্বর, ২০২৪


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

টেট প্রার্থীরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার বিক্ষোভকারী প্রার্থীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। আজ দুপুর ২টো নাগাদ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর দফতরে তিনি কথা বলবেন। টেট বিক্ষোভকারীদের পক্ষ থেকে ছ’জনের প্রতিনিধি দল থাকবে ওই বৈঠকে। গত শুক্রবার তাঁদের সময় দেওয়া হলেও দলীয় বৈঠকের জন্য সেদিন শিক্ষামন্ত্রী সময় দিতে পারেননি। সে কারণে ফোন করে তাদের বুধবার বৈঠকের জন্য সময় দেওয়া হয়।
২০১৪ সালে টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের বক্তব্য, প্রায় সাড়ে সাত হাজার জন চাকরি প্রার্থী টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্ত। আগে মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, প্রত্যেকেরই চাকরি হবে। এর পরই শিক্ষা দফতরের যোগাযোগ করা হয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে চাইলেও পুলিশ তুলে দেয়। শিক্ষামন্ত্রী বুধবার সময় দিয়েছেন। সেখানে তাঁরা তাঁদের দাবি বৈঠকে জানাতে পারব।
যে টেট প্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁদের সঙ্গেই বুধবার দেখা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Skip to content