শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

প্রায় ৬ বছর পর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে শিক্ষক নিয়োগ হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়িই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জুনিয়র হাই স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের কথা জানিয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এ প্রসঙ্গে কমিশন বক্তব্য, শিক্ষক-শিক্ষিকাদের মনোনয়ন কী পদ্ধতিতে হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। শুধু তাই নয়, আলাদাভাবে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের কথাও বলা হয়েছে। তবে কীভাবে আবেদন করা যাবে, কোথায় আবেদনপত্র জমা দিতে হবে, পরীক্ষা পদ্ধতি, কাউন্সেলিং প্রভৃতি বিষয়ের খুঁটিনাটি নিয়োগের বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে। আগামী মাস থেকে প্রধান শিক্ষক নিয়োগের যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে।

Skip to content