ফের নতুন করে প্রকাশ্যে এল আরও একটি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবী আরপিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে চলেছে ইডি। এর মধ্যেই চাকরিপ্রার্থীরা আবার আদালতকে জানিয়েছেন, এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মেধাতালিকার বাইরের অনেকেই চাকরি পেয়েছেন। তাঁদের এই অভিযোগ শুনে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন করে মামলা করার অনুমতি দিয়েছেন। ফলে এসএসসি দুর্নীতি সংক্রান্ত মামলার দীর্ঘ তালিকায় আবার সংযোজিত হতে চলেছে আরও একটি নতুন মামলা।
সম্প্রতি কলকাতা হাই কোর্ট এসএসসিকে রাজ্যের স্কুলের নবম-দশমের শিক্ষক নিয়োগের মেধাতালিকা নতুন করে প্রকাশ করতে বলেছিল। তবে এই তালিকার সঙ্গে আগের তালিকার সামান্য পার্থক্য রয়েছে। হাই কোর্ট এই তালিকায় কৃতীদের নামের সঙ্গে তাদের প্রাপ্ত নম্বরের বিভাজনও দেখাতে বলেছিল। হাই কোর্টের নির্দেশ মেনে সেই তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকা প্রকাশ হতেই শিক্ষক নিয়োগে নতুন অনিয়মের অভিযোগ উঠে এল আবার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের অভিযোগ শুনে মামলা করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলাটির শুনানি হতে পারে।