শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


২৪ ঘণ্টার মধ্যেই ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ ছিল আদালতের। স্কুল সার্ভিস কমিশন নির্দেশ মতো বৃহস্পতিবারই তাদের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে। তালিকায় ১৮৩ জন শিক্ষকের নাম রয়েছে। এঁরা সবাই ভুয়ো সুপারিশপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। সবারই নাম, রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, কোন বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন, সবই ওই তালিকায় উল্লেখ করা হয়েছে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার সকালেই এই নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ তিনি জানিয়েছিলেন, নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা ২৪ ঘণ্টার মধ্যেই প্রকাশ করতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অবৈধ ভাবে সুপারিশপত্র নিয়েছেন এরকম ১৮৩ জনের তালিকা শুক্রবারের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি: কনজাংটিভাইটিসের ভয়? মিথ ভুলে এই সব সতর্কতা মেনে চলুন

বাইরে দূরে: মোহনার দিকে…

শুধু তাই নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি কর্তৃপক্ষকে এও নির্দেশ দিয়েছিলেন ১৮৩ জন কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন সে বিষয়ে জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে জানতে। যদিও পর্ষদ সেই তালিকা এখনও জানায়নি। তবে তালিকায় কোন কোন বিষয়ে কত জন ভুয়ো শিক্ষক কর্মরত ছিলেন তা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:

ডিসেম্বরের শুরুতেও উধাও শীতের আমেজ! পারদ ঊর্ধ্বমুখীই, কবে থেকে জমিয়ে ঠান্ডা?

খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) বৃহস্পতিবার সন্ধে নাগাদ তালিকা প্রকাশ করে। তালিকার তথ্য অনুযায়ী অবৈধ সুপারিশপত্রে সব থেকে বেশি চাকরি পেয়েছেন ইংরেজি বিষয়ের শিক্ষকেরা। ১৮৩ জনের মধ্যে ৫৭ জনই ইংরেজির শিক্ষক-শিক্ষিকা। ভূগোলে ৩০ জন, জীবন বিজ্ঞানে ২২ জন, বাংলায় ২১ জন, পদার্থ বিজ্ঞান এবং অঙ্কে ১৮ জন করে এবং ইতিহাসে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পেয়েছিলেন।

Skip to content