রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর৷ শিক্ষক নিয়োগের কাজ সম্পূর্ণ হয়ে যাবে পুজোর আগেই। তাই জুন মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য পদের সংখ্যা আরও বাড়ানো হল। এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার এসএসসিতে নিয়োগ নিয়ে এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তিনি এসএসসি নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে আন্দোলনারীদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তাঁর কথাতেই পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ৫২৬১টি পদ বাড়ানো হয়েছে। শারীরশিক্ষা বিষয়ের জন্য ৮৫০টি পদে নিয়োগ করা হবে। কর্মশিক্ষায় পদের সংখ্যা ৭৫০টি। যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে বলে তিনি জানিয়েছেন৷
ব্রাত্য বসু আরও জানিয়েছেন, ২০১৬ সালের পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে এবার নিয়োগ করা হবে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পুজোর আগেই সমস্ত নিয়োগ সম্পূর্ণ করা হবে। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী।

Skip to content